ঢাকা
খ্রিস্টাব্দ

ভারত-পাকিস্তান উত্তেজনা

১৩৮ ফ্লাইট বাতিল দিল্লি বিমানবন্দরের

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
আর্ন্তজাতিক ডেস্ক
শুক্রবার, ০৯ মে ২০২৫, ৯.৩৮ অপরাহ্ন

আপডেট : শুক্রবার, ০৯ মে ২০২৫, ৯.৩৮ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 708599 জন

  • নিউজটি দেখেছেনঃ 708599 জন
১৩৮ ফ্লাইট বাতিল দিল্লি বিমানবন্দরের
বিমানবন্দর বন্ধ হয়ে বহু ফ্লাইট বাতিল হয়।

ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনায় হামলার আশঙ্কায় উড়োজাহাজ চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। ভারতের রাজধানী দিল্লির বিমানবন্দরে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ মিলে বাতিল হয়েছে ১৩৮টি ফ্লাইট।


ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।


প্রতিবেদনে বলা হয়েছে, বতিল হওয়া ১৩৮টি ফ্লাইটের মধ্যে ৬৬টি বহির্গামী অভ্যন্তরীণ ফ্লাইট এবং ৬৩টি আগত অভ্যন্তরীণ ফ্লাইট, ৫টি বহির্গামী আন্তর্জাতিক ফ্লাইট এবং ৪টি আগত আন্তর্জাতিক ফ্লাইট। 


শুক্রবার ভোর ৫টা থেকে দুপুর ২টার মধ্যে ফ্লাইটগুলো বাতিল হয়।

গত ২২ এপ্রিল ভারত-শাসিত জম্মু কাশ্মীরে সন্ত্রাসী হামলার প্রতিশোধ নিতে ‘অপারেশন সিঁদুর’ অভিযানে বুধবার পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরে সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালায় ভারতীয় সশস্ত্র বাহিনী।


এই ঘটনার পর উদ্ভূত পরিস্থিতিতে বৃহস্পতিবার ভারতের ২৭টি বিমানবন্দর বন্ধের কথা ঘোষণা করা হয়। এর মধ্যে আছে চণ্ডীগড়, শ্রীনগর, অমৃতসরসহ বিভিন্ন স্থানের বিমানবন্দর।


শনিবার বিকাল পর্যন্ত এই বিমানবন্দরগুলো বন্ধ থাকবে। সে কারণে অনেক ফ্লাইট বাতিল হয়ে গেছে। সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কথা বিবেচনা করে দিল্লি বিমানবন্দরে নিরাপত্তা কয়েক গুণ বাড়ানো হয়েছে। চলছে বাড়তি তল্লাশি বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।


দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, দিল্লি বিমানবন্দরে পরিষেবা স্বাভাবিক রয়েছে। তবে কিছু ফ্লাইটের সূচিতে পরিবর্তিত পরিস্থিতির প্রভাব পড়েছে। নিরাপত্তাও বাড়ানো হয়েছে। সংশ্লিষ্ট বিমান সংস্থার কাছ থেকে খোঁজ নিয়ে যাত্রা শুরু করুন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারা বিশ্ব
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
আর্ন্তজাতিক ডেস্ক
শুক্রবার, ০৯ মে ২০২৫, ৯.৩৮ অপরাহ্ন
আপডেট : শুক্রবার, ০৯ মে ২০২৫, ৯.৩৮ অপরাহ্ন