ঢাকা
খ্রিস্টাব্দ

ডিআরইউতে ‘মঞ্চ ৭১’র গোলটেবিল বৈঠক থেকে লতিফ সিদ্দিকীসহ কয়েকজন পুলিশ হেফাজতে

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১.৩১ অপরাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১.৩২ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 209261 জন

  • নিউজটি দেখেছেনঃ 209261 জন
ডিআরইউতে ‘মঞ্চ ৭১’র গোলটেবিল বৈঠক থেকে লতিফ সিদ্দিকীসহ কয়েকজন পুলিশ হেফাজতে
- ডিআরইউতে ‘মঞ্চ ৭১’র গোলটেবিল বৈঠকে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ বেশ কয়েকজনকে অবরুদ্ধ করে রাখে একদল ছাত্র-জনতা।

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘মঞ্চ ৭১’র গোলটেবিল বৈঠক থেকে ‘গোপন বৈঠক’-এর অভিযোগে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ বেশ কয়েকজনকে অবরুদ্ধ করে রাখে একদল ছাত্র-জনতা। পরে পুলিশ এসে তাদের হেফাজতে থানায় নিয়ে যায়। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা ১১টার পর এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘মঞ্চ ৭১’ নামে একটি সংগঠনের আয়োজনে ডিআরইউতে গোল টেবিল বৈঠক চলছিল, যেখানে লতিফ সিদ্দিকী উপস্থিত ছিলেন। বৈঠকে আরও কয়েকজন সাংবাদিক ও শিক্ষক পরিচয়ে অংশ নেন। তবে উপস্থিত জনতার দাবি, এটি আওয়ামী লীগের একটি ‘গোপন রাজনৈতিক বৈঠক’ ছিল। এ অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বৈঠকস্থলে জড়ো হয়ে ছাত্র-জনতা অংশগ্রহণকারীদের ঘেরাও করে রাখে এবং দ্রুত ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। পরে একে একে তিনটি পুলিশের গাড়িতে করে লতিফ সিদ্দিকীসহ অন্যান্যদের সেখান থেকে সরিয়ে নেওয়া হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের শাহবাগ থানায় নেওয়া হবে।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদ বলেন, “এখন তো এখান থেকে তাদের নিয়ে যাওয়া ছাড়া বিকল্প নেই। আমরা নিয়ে যাচ্ছি। পরে সিনিয়ররা সিদ্ধান্ত নেবেন।”

ঘটনার পর থেকে ডিআরইউ ও আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছে, তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে বলে জানিয়েছে পুলিশ।

তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় ফেসবুক লাইভে এসে ‘মঞ্চ ৭১’র সাধারণ সম্পাদক, বিশিষ্ট আইনজীবী এবং মানবাধিকার কর্মী বীর মুক্তিযোদ্ধা জেড আই খান পান্না এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং মত প্রকাশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১.৩১ অপরাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১.৩২ অপরাহ্ন