চলমান আন্দোলনের অংশ হিসেবে দেশের সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আগামীকাল বৃহস্পতিবার (২৮ আগস্ট) ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছেন প্রকৌশল শিক্ষার্থীরা। তবে জনদুর্ভোগ এড়াতে শাহবাগ অবরোধ থেকে সরে এসেছে তারা।
বুধবার (২৭ আগস্ট) বিকেলে প্রকৌশলী অধিকার আন্দোলনের পক্ষ থেকে সংগঠনের সাধারণ সম্পাদক সাকিবুল হক লিপু এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি জানান, আগামীকাল দেশের সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।
লিপু বলেন, "আমাদের ৩ দফা দাবির কোনোটিই এখনো পূরণ হয়নি। পলিসি মেকাররা কেউই আমাদের আন্দোলনের প্রকৃত রূপ বুঝতে পারছেন না।" তিনি আরও জানান, চার উপদেষ্টা ও প্রকৌশলীদের প্রতিনিধিদের নিয়ে গঠিত কমিটিতে শিক্ষার্থীদের একজন মনোনীত সদস্যও অন্তর্ভুক্ত হবেন।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি।
এদিকে, বুধবার রাতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে শাহবাগে যান ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি শিক্ষার্থীদের কাছে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দুঃখ প্রকাশ করেন এবং জানান, বৃহস্পতিবার একটি তদন্ত কমিটি গঠন করা হবে।
এর আগে, সন্ধ্যায় রেলপথ উপদেষ্টা ফাওজুল কবির খান ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠক শেষে রেলপথ উপদেষ্টা বলেন, “পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ অনাকাঙ্ক্ষিত ছিল। শিক্ষার্থীদের চাকরি ও নিয়োগ সংক্রান্ত দাবি বিবেচনা করে আগামীকাল সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনায় বসা হবে।”
তিনি আরও বলেন, “দাবি-দাওয়া ও আলোচনা চলবে, তবে কথায় কথায় শাহবাগ অবরোধ বা যমুনায় যাওয়া—এ ধরনের কর্মসূচি গ্রহণযোগ্য নয়। আমরা শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখব।”