ঢাকা
খ্রিস্টাব্দ

মাদারীপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
শিবচর, মাদারীপুর
বুধবার, ২০ আগস্ট ২০২৫, ১১.৩৩ অপরাহ্ন

আপডেট : বুধবার, ২০ আগস্ট ২০২৫, ১১.৩৩ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 268195 জন

  • নিউজটি দেখেছেনঃ 268195 জন
মাদারীপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ছবি : সংবাদদাতা প্রেরিত।

জাতীয় নির্বাচন সামনে রেখে সংগঠনের শক্তি বৃদ্ধি করতে কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, কাউকে অস্থায়ীভাবে ক্ষমতায় বসানোর জন্য দেশ স্বৈরাচারমুক্ত হয়নি। নির্বাচন ছাড়া দেশের মানুষ আর কাউকে পাঁচ বছর ক্ষমতায় দেখতে চায় না। সবাই দ্রুত নির্বাচন চায়।


মঙ্গলবার (১৯ আগস্ট) বিকালে মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


খোকন তালুকদার আরো বলেন, কিছু অবুঝ শিশু" জাতীয় নির্বাচন হবে না বলে প্রচার চালাচ্ছে। অথচ বিএনপি দীর্ঘ আন্দোলনের সময় তারা জন্মই নেয়নি। আন্দোলনের মাধ্যমে জীবন দিয়ে দেশকে স্বৈরাচারমুক্ত করা হয়েছে। শহীদ পরিবারগুলো নির্বাচিত সরকার দেখতে চায়। 


আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ্য করে তিনি বলেন, দেশের জনগণ রক্ত দিয়ে নতুন স্বাধীনতা এনেছে। তাই সঠিক সময়ের সুন্দর একটি নির্বাচন দিতে হবে। নির্বাচনের ডাক এলেই ধানের শীষের আওয়াজ ওঠে । আগামী নির্বাচনে জনগণের ভোটে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসবে। 


মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে সকাল থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। শহরের শকুনি লেক পরিস্কার,৫ শতাধিক বনজ ও ফলজ গাছের চারা রোপণ এবং ডাস্টবিন স্থাপনের মাধ্যমে কর্মসূচি সূচনা হয়। 


বিকেলে জেলা শিল্পকলা একাডেমীর সামনে থেকে সভাপতি শাহাদাত হোসেন হাওলাদার ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মাসুদ পারভেজ এর নেতৃত্বে এক আনন্দ রেলী বের হয়। এতে জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। 


 অন্যদিকে জেলার স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি বি এম আরিফুল ইসলাম দুলালের নেতৃত্বে আরেকটি রঙ্গিন রেলি বের হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
শিবচর, মাদারীপুর
বুধবার, ২০ আগস্ট ২০২৫, ১১.৩৩ অপরাহ্ন
আপডেট : বুধবার, ২০ আগস্ট ২০২৫, ১১.৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ