বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া'র ৮০তম শুভ জন্মদিন উপলক্ষে কুমিল্লার তিতাসে বিএনপির উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগষ্ট) সকাল ১১টায় উপজেলার গাজীপুরস্থ তিতাস ভবনে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওসমান গনি ভূঁইয়া'র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা উওর জেলা বিএনপির আহবায়ক মোঃ আক্তারুজ্জামান সরকার।
এতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভুঁইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আলী হোসেন মোল্লা, ভিপি আক্তারুজ্জামান আক্তার চেয়ারম্যান, কাজী কবির হোসেন সেন্টু, ডা. গোলাম মহিউদ্দিন জিলানী ভূঁইয়া, মোঃ আক্তারুজ্জামান ও আব্দুস সালাম মেম্বার প্রমুখ।
আলোচনা সভা শেষে, খালেদা জিয়ার রোগমুক্তি ও আশু সুস্থতা কামনা এবং দেশব্যাপী চলমান গনতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ তাদের আত্মার মাগফিরাত কামনা ও যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনাসহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম ও শহীদ আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করে জিয়া পরিবারের জন্য সকলের নিকট দোয়া কামনা করেন। এসময় উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।