ঢাকা
খ্রিস্টাব্দ

রাষ্ট্রপতির নির্দেশে ১২ বিচারপতির বিরুদ্ধে তদন্ত শুরু নির্দেশনা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫, ১১.০১ অপরাহ্ন

আপডেট : সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫, ১১.০১ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1168148 জন

  • নিউজটি দেখেছেনঃ 1168148 জন
রাষ্ট্রপতির নির্দেশে ১২ বিচারপতির বিরুদ্ধে তদন্ত শুরু নির্দেশনা
ফাইল ছবি।

হাইকোর্টের বেশ কয়েকজন বিচারপতির বিরুদ্ধে অনিয়মের পূর্ণাঙ্গ তদন্তের জন্য অনুমতিদানের পর এবার সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিরুদ্ধে তদন্তের অনুমোদন দিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এর মধ্যদিয়ে আগামী সপ্তাহে তাদের বিষয়ে তদন্ত শুরু করতে আর বাধা থাকলো না সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের। সোমবার (৬ জানুয়ারি) বিকেলে এ তথ্য জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। এর আগে ২২ ডিসেম্বর বেঞ্চ না পাওয়া হাইকোর্টের বেশ কয়েকজন বিচারপতির বিরুদ্ধে অনিয়মের পূর্ণাঙ্গ তদন্তের জন্য অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।


এ সংক্রান্ত একটি চিঠি সুপ্রিম কোর্টে পৌঁছেছে। ওই চিঠির পরিপ্রেক্ষিতে এখন কয়েকজন বিচারপতির বিরুদ্ধে চূড়ান্ত তদন্ত করবে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল। বঙ্গভবন সূত্র জানিয়েছে, সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল তদন্ত শেষে বিচারপতিদের তথ্যাবলী ও তাদের নিয়ে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল যে সুপারিশ রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছিল, তাই চূড়ান্ত তদন্তের জন্য দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এখন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল চূড়ান্ত তদন্ত করে তা রাষ্ট্রপতির কাছে দিলেই তাদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন রাষ্ট্রপতি। গত ১৭ অক্টোবর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের দাবির মুখে ১২ বিচারপতিকে বিচারকাজের বাইরে রাখা হয়। তাদের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়ম, দলপ্রীতিসহ বিভিন্ন অভিযোগ উঠেছে।


গত ১৫ ডিসেম্বর বেঞ্চ না পাওয়া ১২ বিচারপতির মধ্যে বেশ কয়েকজন বিচারকের বিষয়ে তথ্য রাষ্ট্রপতির নিকট পাঠানো হয়। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল এসব বিচারকের আচরণের বিষয়ে প্রাথমিক অনুসন্ধান করে সে সংক্রান্ত প্রতিবেদন রাষ্ট্রপতির কাছে পাঠান। এ প্রসঙ্গে ওইদিন সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে বলা হয়, সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল সংবিধানের ৯৬ অনুচ্ছেদ প্রয়োগ করে সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিষয়ে তথ্যাবলি রাষ্ট্রপতির নিকট ইতোমধ্যে প্রেরণ করা হয়েছে।


এছাড়া ১৬ অক্টোবর সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঞা জানান, ১১ জন বিচারপতিকে বেঞ্চ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি। পরে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত শুরু করেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল। এর আগে ৪ ডিসেম্বর সুপ্রিম কোর্ট থেকে জানানো হয়, উচ্চ আদালতের বেশ কয়েকজন বিচারপতির আচরণের বিষয়ে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলে প্রাথমিক অনুসন্ধান চলছে। এ বিষয়ে যথেষ্ট অগ্রগতিও হয়েছে। এছাড়া বঙ্গভবন থেকে এ সংক্রান্ত চিঠি সুপ্রিম কোর্টে পৌঁছেছে। ওই চিঠির পরিপ্রেক্ষিতে এখন কয়েকজন বিচারপতির বিরুদ্ধে তদন্ত করবে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫, ১১.০১ অপরাহ্ন
আপডেট : সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫, ১১.০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ