ঢাকা
খ্রিস্টাব্দ

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা: দম্পতিসহ চারজন গ্রেপ্তার

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
গাজীপুর
শনিবার, ০৯ আগস্ট ২০২৫, ১.৫৫ পূর্বাহ্ন

আপডেট : শনিবার, ০৯ আগস্ট ২০২৫, ১.৫৫ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 309900 জন

  • নিউজটি দেখেছেনঃ 309900 জন
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা: দম্পতিসহ চারজন গ্রেপ্তার
- ছবি সংগৃহীত।


গাজীপুরে সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে নির্মমভাবে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দম্পতিসহ চারজনকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার (৮ আগস্ট) রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) বিষয়টি নিশ্চিত করেছে।


গ্রেপ্তারকৃতরা হলেন—ফয়সাল ওরফে কেটু মিজান, তার স্ত্রী গোলাপী, আল আমিন এবং স্বাধীন। এদের মধ্যে ফয়সাল ও তার স্ত্রী গোলাপীকে রাজধানীর উত্তরার তুরাগ এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। আল আমিনকেও একই এলাকা থেকে আটক করা হয়। অপরদিকে, র‌্যাবের একটি দল গাজীপুরের সদর উপজেলার হোতাপাড়া এলাকা থেকে স্বাধীনকে গ্রেপ্তার করে।


গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ডিসি) রবিউল হাসান জানান, গ্রেপ্তারকৃত চারজনই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। হত্যাকাণ্ডের পেছনে কী উদ্দেশ্য ছিল, তা জানতে তাদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।


উল্লেখ্য, সম্প্রতি গাজীপুরে নিজ এলাকার ভবানীপুরে সাংবাদিক তুহিনকে নির্মমভাবে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়, যা সারাদেশে চরম উদ্বেগ ও নিন্দার সৃষ্টি করেছে। সাংবাদিক সমাজসহ বিভিন্ন মহল দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আসছে।


পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
গাজীপুর
শনিবার, ০৯ আগস্ট ২০২৫, ১.৫৫ পূর্বাহ্ন
আপডেট : শনিবার, ০৯ আগস্ট ২০২৫, ১.৫৫ পূর্বাহ্ন