ঢাকা
খ্রিস্টাব্দ

মুক্তিযোদ্ধাদের অসম্মান

কান্নায় ভেঙে পড়লেন প্রবীণ মুক্তিযোদ্ধা জেড আই খান পান্না

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শনিবার, ০৯ আগস্ট ২০২৫, ১.১৪ পূর্বাহ্ন

আপডেট : শনিবার, ০৯ আগস্ট ২০২৫, ১.১৪ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 333873 জন

  • নিউজটি দেখেছেনঃ 333873 জন
কান্নায় ভেঙে পড়লেন প্রবীণ মুক্তিযোদ্ধা জেড আই খান পান্না
-সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও মানবাধিকার কর্মী, বীর মুক্তিযোদ্ধা জেড আই খান পান্না।


স্বাধীনতার পঞ্চাশ বছরেরও বেশি সময় পার হলেও মুক্তিযোদ্ধাদের প্রতি অবমাননাকর আচরণ দেখে চরম হতাশা ও কষ্ট প্রকাশ করেছেন বীর মুক্তিযোদ্ধা, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও মানবাধিকার কর্মী জহিরুল ইসলাম খান পান্না, যিনি জেড আই খান পান্না নামে পরিচিত।


এক অনুষ্ঠানে আবেগপ্রবণ কণ্ঠে তিনি বলেন, "যখন দেখি একজন মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরানো হয়, যখন দেখি নুরুল হুদার গালে জুতা মারা হয়—তখন মনে হয়, এই দেশের জন্য আমার যুদ্ধ করা উচিত হয়নি।"


কথাগুলো বলতে গিয়েই কান্নায় ভেঙে পড়েন এই প্রবীণ যোদ্ধা। তিনি জানান, বয়স ও শারীরিক দুর্বলতার কারণে আজ আর তেমন কিছু করতে না পারার বেদনায় তিনি প্রতিদিন রাতে কাঁদেন।


"বিশ্বাস করুন, আমি প্রতিটি রাত কাঁদি—কেন কিছু করতে পারছি না।" — বলেন তিনি।


নিজের আদর্শিক অবস্থান তুলে ধরে খান পান্না বলেন, "জীবনে কখনো কোনো অন্যায়ের সঙ্গে আপস করিনি। আমি বলছি না যে আমি পূতঃপবিত্র, কিন্তু সচেতনভাবে কোনো অন্যায়ের সঙ্গে মাথা নত করিনি।"


তিনি আরও বলেন, "আজ যখন দেখি, আমার এই মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরানো হয়, জুতা দিয়ে মারা হয়—আর আমি কিছুই করতে পারি না, তখন নিজেকে ভীষণ অসহায় মনে হয়। তখন মনে হয়, আত্মহত্যা করাটাই হয়তো উচিত।"


জাতির জন্য জীবন বাজি রেখে লড়াই করা এই মানুষটির মুখে এমন কথায় শোকাহত হয়ে পড়ে উপস্থিত অনেকেই।


তিনি মনে করেন, দেশের স্বাধীনতা অর্জনের এত বছর পরও মুক্তিযোদ্ধাদের সম্মানজনক অবস্থান নিশ্চিত না হওয়া জাতির জন্য লজ্জার।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শনিবার, ০৯ আগস্ট ২০২৫, ১.১৪ পূর্বাহ্ন
আপডেট : শনিবার, ০৯ আগস্ট ২০২৫, ১.১৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ