ঢাকা
খ্রিস্টাব্দ

কোরিয়ান ড্রামায় যুক্ত হলেন মিথিলা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

বিনোদন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
বিনোদন
বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ১২.৪৯ পূর্বাহ্ন

আপডেট : বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ১২.৪৯ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1163380 জন

  • নিউজটি দেখেছেনঃ 1163380 জন
কোরিয়ান ড্রামায় যুক্ত হলেন মিথিলা
রাফিয়াত রশিদ মিথিলা।

কোরিয়ান ড্রামা ‘ডেসেন্ড্যান্টস অফ দ্য সান (ডটস)’-এর সঙ্গে যুক্ত হলেন রাফিয়াত রশিদ মিথিলা। ড্রামার ড. ইউন মিউং জু’র চরিত্রের বাংলা ডাবিংয়ে কণ্ঠ দেবেন তিনি।


বাংলা ডাবিংয়ের দায়িত্বে আছেন খালিদ হোসেন অভি। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।



তিনি জানান, রাফিয়াত রশিদ মিথিলা ‘ডটস’-এর সাথে যুক্ত হয়েছেন। তিনি ‘ডেসেন্ড্যান্টস অফ দ্য সান’-এর বহুল প্রত্যাশিত শক্তিশালী ড. ইউন মিউং জু চরিত্রে কণ্ঠ দেবেন। এই চরিত্রে অভিনয় করেছেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত দক্ষিণ কোরিয়ার অভিনেত্রী কিম জি ওয়ান।’




বলা প্রয়োজন, খালিদ হোসেন অভি ‘রিপ্লাই ১৯৮৮’, ‘লেজেন্ড অফ দ্য ব্লু সি’ এবং ‘মিস্টার কুইন’- এর মতো কোরিয়ান ড্রামার বাংলা ডাবিং প্রযোজনা করেছেন। 


অন্যদিকে, বিষয়টি নিয়ে খুবই উচ্ছ্বসিত মিথিলা। তিনি গণমাধ্যমকে বলেন, ‘কাজটি করার ব্যাপারে আমি সম্মতি দিয়েছি। বর্তমানে বিদেশে আছি, দেশে ফিরেই কাজ শুরু করবো।’


উল্লেখ্য, ‘ডেসেন্ড্যান্টস অফ দ্য সান (ডটস)’ নাটকটি বিশ্বজুড়ে কোটি দর্শকের মনে জায়গা করে নিয়েছে।   


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | বিনোদন
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

বিনোদন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
বিনোদন
বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ১২.৪৯ পূর্বাহ্ন
আপডেট : বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ১২.৪৯ পূর্বাহ্ন