ঢাকা
খ্রিস্টাব্দ

গাজীপুরে সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
গাজীপুর
বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫, ১১.৪২ অপরাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫, ১১.৪২ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 340083 জন

  • নিউজটি দেখেছেনঃ 340083 জন
গাজীপুরে সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা
- নিহত সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিন (৩৮)।

গাজীপুরে এক সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে ও জবাই করে নৃশংসভাবে খুন করেছে দুর্বৃত্তরা। আজ (বৃহস্পতিবার, ৭ আগস্ট) রাত ৮টার দিকে মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।


নিহত মো. আসাদুজ্জামান তুহিন (৩৮) দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে। তুহিন পরিবার নিয়ে চান্দনা চৌরাস্তা এলাকায় বাস করতেন।


প্রত্যক্ষদর্শী ও নিহত তুহিনের বন্ধু শামিম জানান, চান্দনা চৌরাস্তা এলাকায় ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন সাংবাদিক তুহিন ও শামিম। এ সময় হঠাৎ একজন মহিলা কিছু লোকজন নিয়ে অস্ত্রের মহড়া দিচ্ছিলো। তুহিন দৌড়ে তাদের পিছু নিয়ে ভিডিও করছিলো। এতে ক্ষিপ্ত হয়ে তাকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।


গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি রবিউল আলম বলেন, ‘আমরা কিছু ফুটেজ ও ক্লু পেয়েছি। সেগুলো বিশ্লেষণ করে খুনিদের শনাক্ত করার চেষ্টা করছি। জড়িত কেউই ছাড় পাবে না।’


এর আগে গতকাল (বুধবার, ৬ আগস্ট) গাজীপুরে প্রকাশ্য দিবালোকে ভুয়া সাংবাদিক দাবি করে আনোয়ার হোসেন সৌরভ নামে আরেক সাংবাদিককে পিটিয়ে ও ইট দিয়ে শরীরের বিভিন্ন স্থান থেঁতলে দেয় একদল দুর্বৃত্ত। থানার মাত্র দুইশ’ থেকে তিনশ’ গজের মধ্যে পুলিশের উপস্থিতিতে এমন ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠে।


সৌরভ দৈনিক বাংলাদেশের আলো পত্রিকায় কর্মরত ছিলেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
গাজীপুর
বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫, ১১.৪২ অপরাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫, ১১.৪২ অপরাহ্ন