ঢাকা
খ্রিস্টাব্দ

গণঅভ্যুত্থান দিবস

শিবচরে জুলাই শহীদ হৃদয়ের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
শিবচর, মাদারীপুর
মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫, ৯.২১ অপরাহ্ন

আপডেট : মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫, ৯.২১ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 320153 জন

  • নিউজটি দেখেছেনঃ 320153 জন
শিবচরে জুলাই শহীদ হৃদয়ের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি
ছবি : সংবাদদাতা প্রেরিত।

মাদারীপুরের শিবচর উপজেলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই শহীদ হৃদয় হোসেনের কবরে শ্রদ্ধা নিবদেন করেছেন উপজেলা প্রশাসন। পরে মোনাজাত অনুষ্ঠিত হয়।


মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৯টায় উপজেলার সন্যাসীর চর ইউনিয়নের রাজার চর এলাকায় উপজেলা প্রশাসনের নেতৃত্ব শহীদ হৃদয় হোসেনের কবরে শ্রদ্ধা জানানো হয়।


জুলাই-২৪এর গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া হৃদয়ের কবর জিয়ারত করেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভীন খানম, সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মোঃ সালাহ উদ্দিন কাদের, সহকারি কমিশনার (ভুমি) শাইখা সুলতানাসহ উপজেলার ও থানা প্রশাসনের কর্মকর্তারা। এ সময় শহীদ পরিবারের সদস্যবৃন্দ সঙ্গে ছিলেন।


প্রশাসনের কর্মকর্তা ও উপস্থিত সকলেই শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর আত্মার মাগফেরাত কামনায় দোয়া করেন।


উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত ১৯ জুলাই ঢাকার বাড্ডায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হয় পরিবারের একমাত্র আদরের ছেলে হৃদয় হোসেন (১৭)। হৃদয় হোসেন মাদারীপুর জেলার শিবচর উপজেলার সন্ন্যাসীরচর ইউনিয়নের রাজারচর আজগর হাওলাদারকান্দি গ্রামের শাহ আলম হাওলাদারের ছেলে। রূদয়ের পরিবারে মা-বাবা ও এক বোন রয়েছে।  



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | রাজনীতি
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
শিবচর, মাদারীপুর
মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫, ৯.২১ অপরাহ্ন
আপডেট : মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫, ৯.২১ অপরাহ্ন