ঢাকা
খ্রিস্টাব্দ

মোহাম্মদপুরে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১৪

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১২.৫৩ পূর্বাহ্ন

আপডেট : বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১২.৫৩ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 772040 জন

  • নিউজটি দেখেছেনঃ 772040 জন
মোহাম্মদপুরে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১৪

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় দিনব্যাপী সাঁড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানা পুলিশ। গত সোমবার দিনব্যাপী মোহাম্মদপুরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।


গতকাল মঙ্গলবার ডিএমপির মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন। মেহেদী হাসান বলেন, গত সোমবার দিনব্যাপী মোহাম্মদপুর থানা পুলিশ কর্তৃক সাঁড়াশি অভিযানে বিভিন্ন পয়েন্ট থেকে মোট ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।


গ্রেপ্তাররা হলেন- জানু (২৫), রবিউল (২০), ঝোটন (১৯), রবিন (১৯), সুমন (২১), মোস্তাকিম (১৯), কামরুল (২৪), রিয়াজ (২০), মোজাম্মেল (৩০), শহীদুল (২৮), রমজান আলী (৫২), মনির (২২), আরমান (১৯) ও মাজহারুল (২১)। এদের মধ্যে সন্ত্রাসবিরোধী আইনে ৩ জন, ডাকাতির মামলায় ১ জন, মাদক মামলায় ১ জন, সংঘবদ্ধ ধর্ষণে অভিযুক্ত ৪ জন, দ্রুত বিচার আইনে ১ জন, ডিএমপি মামলায় ২ জন ও অন্যন্য ২ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান সহকারী পুলিশ কমিশনার মেহেদী হাসান। 


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১২.৫৩ পূর্বাহ্ন
আপডেট : বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১২.৫৩ পূর্বাহ্ন