চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের স্হানীয় সরকার শাখার উপ- পরিচালক মোঃ নোমান হোসেন বোয়ালখালী উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদ ও বোয়ালখালী পৌরসভা কার্যালয় পরিদর্শন করেছেন।
মঙ্গলবার( ২৯ এপ্রিল) তিনি বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদণ্ডী, সারোয়াতলী, আহলা কড়লডেঙ্গা ইউনিয়ন পরিষদ ও বোয়ালখালী পৌরসভা কার্যালয় পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ, সহকারী কমিশনার ( ভৃমি)ও পৌর প্রশাসক কানিজ ফাতেমা, সংশ্লিষ্ট্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ।উপ- পরিচালকের গোপনীয় সহকারী, উপজেলা পরিষদের সিএ সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
এ সময় মোঃ নোমান হোসেন বলেন, ইউনিয়ন পর্যায়ে জনসেবা দ্রুততম সময়ে মধ্যে নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট্য সকলকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।