রাজধানীর শেখেরটেকে নিজ বাসা থেকে শহীদ জসিম উদ্দিনের ১৭ বছর বয়সী কন্যা লামিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) রাত ১০টার দিকে ৬ নম্বর রোডের ভাড়া বাসা থেকে তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহত লামিয়া পটুয়াখালীর দুমকি উপজেলার বাসিন্দা এবং ২০২৩ সালের জুলাই মাসে ঢাকায় আন্দোলন চলাকালীন পুলিশের গুলিতে নিহত শহীদ জসিম উদ্দিনের মেয়ে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লামিয়ার চাচাতো ভাই কালাম হাওলাদার।
উল্লেখযোগ্যভাবে, গত ১৮ মার্চ সন্ধ্যায় নিজ বাড়ি থেকে নানা বাড়ি যাওয়ার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন লামিয়া। তিনি নিজেই অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেছিলেন।
ইতিমধ্যে, মামলার আসামীরা জামিনে বের হলে এই দূর্ঘটনার খবর পাওয়া যায়।
তার মৃত্যু ঘিরে এলাকায় ও পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক ও মানবাধিকার সংগঠনগুলো এই মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে।