ঢাকা
খ্রিস্টাব্দ

বড়দরগা হাইওয়ে থানা কর্তৃক ৩০ বোতল ফেনসিডিলসহ একজন গ্রেফতার

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মাসুম পারভেজ | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
সাদুল্লাপুর, গাইবান্ধা
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ৮.৫৫ অপরাহ্ন

আপডেট : শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ৮.৫৫ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 799068 জন

  • নিউজটি দেখেছেনঃ 799068 জন
বড়দরগা হাইওয়ে থানা কর্তৃক ৩০ বোতল ফেনসিডিলসহ একজন গ্রেফতার
ছবি : সংবাদদাতা প্রেরিত।

হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের বড়দরগা হাইওয়ে থানা কর্তৃক গতকাল ২৪/০৪/২৫ খ্রিঃ ইং তারিখে রাত্রি অনুমান ২৩:৪৫ ঘটিকার সময় বগুড়া-রংপুর গামী মহাসড়কের পীরগঞ্জ থানাধীন বিশমাইল নামক স্থানে, বিশমাইল জামে মসজিদের বিপরীতে বগুড়ামুখী লেনে গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জের নেতৃত্বে বড়দরগা হাইওয়ে থানা পুলিশের রাত্রিকালীন ডিউটিরত এসআই/নিঃ মোঃ শামিদুল্যাহ সরকার ও সঙ্গীয় অফিসার ফোর্স কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা গামী নবির পরিবহন (রেজি নং: ঢাকা মেট্রো-ব-১৫-৯২৭৬) কে থামানোর সিগন্যাল দেয়।


পরবর্তীতে বাসটি থামিয়ে বিধি মোতাবেক তল্লাশি করা হয়। তল্লাশিকালে লকারে রাখা একটি মোটা কাপড়ের হ্যান্ডেলযুক্ত ব্যাগের ভেতর রক্ষিত অবস্থায় ৩০ (ত্রিশ) বোতল মাদকদ্রব্য ফেনসিডিল উদ্ধার করা হয়। সুপারভাইজার ও হেলপারের সহায়তায় আসামিকে সনাক্ত পূর্বক আটক করা হয় এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য ফেনসিডিল জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।


গ্রেফতারকৃত আসামীসহ উদ্ধারকৃত আলামত থানায় নিয়ে আসা হয়। মহাসড়কে যানবাহন চলাচল বর্তমানে স্বাভাবিক রয়েছে।


গ্রেফতারকৃত আসামীর নাম রনি মিয়া ওরফে আরাফাত, বয়স (৩০)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে বেশ কিছুদিন যাবৎ সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য কিনে পাচার করছিল। লোকে যেন তাকে বুঝতে না পারে বা সন্দেহ না করে, এজন্য সে পাঞ্জাবি ও টুপি পরিধান করে এই কাজ করত।


তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। এ প্রসঙ্গে হাইওয়ে পুলিশের রংপুর রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, মহাসড়কে মাদক কারবারিদের বিরুদ্ধে হাইওয়ে পুলিশের তল্লাশি অভিযান অব্যাহত থাকবে। তিনি মাদকের বিরুদ্ধে জনগণকে গণসচেতনতা গড়ে তোলার আহ্বান জানান।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মাসুম পারভেজ | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
সাদুল্লাপুর, গাইবান্ধা
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ৮.৫৫ অপরাহ্ন
আপডেট : শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ৮.৫৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ