ঢাকা
খ্রিস্টাব্দ

ফেনীতে মামলার বাদী চেনেন না আসামীদের; প্রতিবাদে স্থানীয়দের মানববন্ধন

বাদ পড়েনি সাংবাদিক ও প্রবাসী !
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

হাসান মাহমুদ | বিশেষ প্রতিনিধি
ফেনী
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮.২১ অপরাহ্ন

আপডেট : শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮.৩০ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1431733 জন

  • নিউজটি দেখেছেনঃ 1431733 জন
ফেনীতে মামলার বাদী চেনেন না আসামীদের;  প্রতিবাদে স্থানীয়দের মানববন্ধন

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের ঘটনার গত সোমবার ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করেন আবদুর রব নামের এক সিএনজি অটোরিকশা চালক। এই মামলায় আসামী করা হয় ১৪২ জনকে। তারমধ্যে একজনকেও চেনেন না বাদি আবদুর বর। এ মামলায় সোনাগাজীর বগাদানা ইউনিয়নের পাইকপাড়া ও মান্দারী গ্রামের বেশ কিছু মানুষকে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী, এছাড়া তিনজন প্রবাসী,  দুইজন স্থানীয় সাংবাদিককেও আসামি করা হয় মামলায়।
 
মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে মানববন্ধন করেছে সোনাগাজীর বগাদানা ইউনিয়নের মান্দারি গ্রামের এলাকাবাসী। শুক্রবার (২২ নভেম্বর) জুমার নামাজের পর মান্দারি ইসলামিয়া নুরুল উলুম মাদরাসা প্রাঙ্গণে এ মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।

মান্দারি ইসলামিয়া নুরুল উলুম মাদরাসার অধ্যক্ষ নুরুল আবছারের সভাপতিত্বে মানববন্ধনে এলাকাবাসী অংশ গ্রহণ করেন। এ সময় বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য মাহবুবুল হক, বেলাল হোসেন, শাহ আলম, মান্দারি মাদরাসার সহকারী অধ্যাপক মো. হারুন, বিশিষ্ট ব্যবসায়ী রফিক উদ্দিন কালা মিয়া, গুলজার হোসেন আবদুল মজিদ, প্রমুখ।

কয়েকজন এলাকাবাসী জানান,  ৪ আগস্ট ফেনীর মহিপালের ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় গত ১৮ নভেম্বর ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করে সেনবাগ উপজেলার আবদুর রব নামের এক ব্যাক্তি। এ মামলায় ১৪২ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতনামা ৭০ জনকে আসামি করা হয়। মামলাটিতে উদ্দেশ্য প্রণোদিতভাবে সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের মান্দারি গ্রামের ৩৮ জনকে আসামি করা হয়েছে- বলে তাদের দাবি। ৬ জন প্রবাসী, সাংবাদিক, মাদরাসার অধ্যক্ষ, সহকারী অধ্যক্ষ, মসজিদের খতিব, রিকশা চালক, টমটম চালক, সিএনজি চালক, মুদি দোকানদার, দোকানদার, মাংস ব্যবসায়ীসহ অনেক বিএনপি কর্মীদেরও আসামি করা হয়েছে। এতে মিথ্যা মামলায় জড়িয়ে এলাকার নিরীহ সাধারণ মানুষ এলাকা ছাড়া রয়েছে। এমতাবস্থায় নিরীহ লোকজনকে মিথ্যা মামলা থেকে বাদ দিয়ে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আহ্বান জানান মানববন্ধন থেকে এলাকাবাসী।

এ ব্যাপারে মামলার বাদী সেনবাগ উপজেলার লক্ষিপুর গ্রামের আবুল কাশেমের ছেলে সিএনজি চালক আবদুর রব গণমাধ্যমকর্মীর প্রশ্নের জবাবে বলেন, মামলার আসামিদের সম্পর্কে আমি কিছুই জানি না। তিনজন বিএনপি-জামায়াতের নেতা আমাকে ১০ হাজার টাকা দিয়ে কয়েকটি স্ট্যাম্পে সাক্ষর নিয়েছে। পরে ঐ পেপারগুলো ফেনী মডেল থানায় তারাসহ জমা দিয়েছি। মামলায় কতজন আসামি বা প্রধান আসামি কে এই বিষয়ে সাংবাদিকদের কিছুই বলতে পারেননি বাদী আবদুর রব। 

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা গণমাধ্যমকে বলেন, ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের ঘটনার বাদী মামলা দিলে থানায় তা গ্রহণ করতে হয়। তবে মামলা যাচাই-বাছাই করে দায়ী আসামিদের আইনের আওতায় আনা হবে।

সম্প্রতি সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, কারও বিরুদ্ধে হয়রানিমূলক মামলা হলে ব্যবস্থা নেওয়া হবে। বরিশাল পুলিশ লাইনসে এক অনুষ্ঠান শেষে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।এসময় তিনি এও উল্লেখ করে বলেন, ‘এখন অনেক মামলা হচ্ছে, তাতে অনেক নিরপরাধ লোকের নাম ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আমি বাহিনীর প্রধানদের বলছি, যারা এ ধরনের মামলা করছে, তাদের বিরুদ্ধেও অ্যাকশন নেওয়ার জন্য। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা এ ধরনের একটি সার্কুলার দিয়েছি, যেন এ ধরনের মামলা না নেওয়া হয়- উল্লেখ করেছিলেন সরাষ্ট্র উপদেষ্টা।’


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

হাসান মাহমুদ | বিশেষ প্রতিনিধি
ফেনী
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮.২১ অপরাহ্ন
আপডেট : শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮.৩০ অপরাহ্ন