ঢাকা
খ্রিস্টাব্দ

লংগদু জামায়াতে ইসলামীর বন্যা দুর্গতদের মানুষের মধ্যে খাবার বিতরণ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

তাজ মাহমুদ | সংবাদদাতা
লংগদু (রাঙ্গামটি) উপজেলা
শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১.২৭ পূর্বাহ্ন

আপডেট : শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১.২৭ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 149001 জন

  • নিউজটি দেখেছেনঃ 149001 জন
লংগদু জামায়াতে ইসলামীর বন্যা দুর্গতদের মানুষের মধ্যে খাবার বিতরণ


বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু উপজেলার উদ্যোগে বন্যা কবলিত পরিবারের মধ্যে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১২ঃ০০ টায় খাবার বিতরণ করা হয়। বন্যাদুর্গতদের মধ্যে খাবার বিতরণের পুর্বে  এক সংক্ষিপ্ত আলোচনা সভা, সংগঠনের উপজেলা আমীর ও সাবেক উপজেলা  ভাইস চেয়ারম্যান মাওলানা মোঃ নাছির উদ্দীনের সভাপতিত্বে ও সেক্রেটারি তাজ মাহমুদের পরিচালনায় অনুষ্ঠিত হয়। 


উক্ত খাদ্য বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন সংগঠনটির উপজেলা নায়েবে আমীর মাওলানা এএলএম সিরাজুল ইসলাম, বায়তুল মাল সম্পাদক মোঃ ওছমান গনি, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মোঃ মঞ্জুরুল হক ও সেক্রেটারি খ ম মাহফুজুর রহমান, উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মোঃ আশরাফুল আলম, মাওলানা জুলহাস উদ্দীন, মোঃ মাহমুদুল হাসান, প্রভাষক মোঃ আনিচুর রহমান, মাওলানা আব্দুল আজিজ, প্রভাষক মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।


খাদ্য বিতরণ কর্মসূচীর পুর্বে এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন একটানা অতি বৃষ্টি এবং পানি নিষ্কাষন হতে না পারার কারনে লংগদু, বাঘাইছড়িসহ বিভিন্ন এলাকা আজ পানিতে ভাসছে। হাজার হাজার মানুষ, নিরীহ গবাদি পশু, যাবতীয় সহায়-সম্পদ চরম ক্ষয়ক্ষতির সম্মুখীন। জানিনা এ পর্যন্ত ক্ষয়ক্ষতির কি পরিমান হয়েছে। আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে নিজস্ব অর্থায়নে আপনাদের জন্য সামান্য হাদিয়া এনেছি। আমরা শুধু আপনাদের নিকট দোয়া চাই আমরা যেন বিপদগ্রস্ত মানুষের পাশে এভানে সবসময় থাকতে পারি, সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি। তিনি সমাজের  সকল বিত্তবানসহ অন্যান্য সকল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনকে বন্যাকবলিত মানুষের পাশে দাড়ানোর আহবান জানান।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

তাজ মাহমুদ | সংবাদদাতা
লংগদু (রাঙ্গামটি) উপজেলা
শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১.২৭ পূর্বাহ্ন
আপডেট : শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১.২৭ পূর্বাহ্ন