ঢাকা
খ্রিস্টাব্দ

তিতাসে সেতুর মাঝে গর্ত, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

সাকিব হোসেইন | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
তিতাস, কুমিল্লা
সোমবার, ০২ জুন ২০২৫, ১১.৩৫ অপরাহ্ন

আপডেট : সোমবার, ০২ জুন ২০২৫, ১১.৩৫ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 596097 জন

  • নিউজটি দেখেছেনঃ 596097 জন
তিতাসে সেতুর মাঝে গর্ত, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন
ছবি : সংবাদদাতা প্রেরিত।

সেতুর মাঝে কংক্রিটের ঢালাই ভেঙে গর্তের সৃষ্টি হয়েছে। বের হয়ে গেছে রড। সেই গর্তের ওপর স্টিলের পাটাতন বিছিয়ে দেওয়া রয়েছে। পাশাপাশি ভেঙে গেছে সেতুটির একপাশের রেলিং। ফাটল ধরেছে পিলারেও। এমতাবস্থায় ঝুঁকি নিয়েই সেতুটি দিয়ে চলছে যানবাহন।


ঘটনাটি কুমিল্লা তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের সাহাবৃদ্দি-মজিদপুর সড়কের সাহাবৃদ্দি পশ্চিম পাড়া গ্রামের খালের ওপর নির্মিত সেতুটির। দ্রুত সংস্কার করা না হলে যে কোনো সময় বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা। পাশাপাশি নতুন একটি সেতু নির্মাণের দাবি জানিয়েছেন তারা।


স্থানীয়দের অভিযোগ, প্রায় দুই বছর ধরে সেতুর এ অবস্থা থাকলেও এটি সংস্কারের উদ্যোগ নিচ্ছে না স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।


সরেজমিনে দেখা যায়, প্রায় ৩০ ফুট লম্বা ও ১৪ ফুট চওড়া সেতুটির মাঝামাঝি অংশে পাঁচ থেকে ছয় ফুট চওড়া এবং ১০ ফুট লম্বা গর্ত হয়ে রড বের হয়ে গেছে। সেতুটির এক পাশের রেলিং ভেঙে গেছে অনেক আগে। গর্তে ওপর স্টিলের পাটাতন বিছিয়ে দিয়ে কোনো রকমে চলাচল করছে যানবাহন ৷ তবে ভারি কোনো গাড়ি বা পণ্যবাহী যানবাহন সেতুটি দিয়ে চলাচল করছে না।


স্থানীয় বাসিন্দা ওয়াছেক ও মিজানসহ কয়েকজন জানান, সেতুটি দিয়ে চার থেকে পাঁচটি গ্রামের মানুষ ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা যাতায়াত করেন। ১৪ বছর আগে সেতুটি নির্মাণ করা হয়েছে। দুই বছর আগে সেতুর মাঝখানের একটি অংশের খসে পড়ে। পরে স্থানীয়দের অর্থায়নে ভাঙা অংশে স্টিলের পাটাতন বিছিয়ে দেওয়া হয়। এরপর থেকে ঝুঁকি নিয়ে সেতুটি দিয়ে যানবাহন চলাচল করছে।


উপজেলা প্রকৌশলী শহীদুল ইসলাম বলেন, ‘গত বছর সেতুটিতে হওয়া গর্ত বন্ধে স্লাপের জন্য প্রস্তাব পাঠিয়েছিলাম। কিন্তু অনুমোদন দেয় নাই। এখন শুনেছি গর্ত বড় হয়ে গেছে। তাই সরেজমিনে গিয়ে দেখে কালভার্ট বা পুনরায় সেতুর জন্য প্রস্তাব পাঠাবো’


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

সাকিব হোসেইন | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
তিতাস, কুমিল্লা
সোমবার, ০২ জুন ২০২৫, ১১.৩৫ অপরাহ্ন
আপডেট : সোমবার, ০২ জুন ২০২৫, ১১.৩৫ অপরাহ্ন