ঢাকা
খ্রিস্টাব্দ

‘আমাকে ছেড়ে যেয়ো না প্লিজ’ হাসপাতালে বলেছিলেন শাফিন

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1821343 জন

  • নিউজটি দেখেছেনঃ 1821343 জন
‘আমাকে ছেড়ে যেয়ো না প্লিজ’ হাসপাতালে বলেছিলেন শাফিন
ছবি : সংগৃহীত

সব কিছু ঠিক থাকলে হয়তো একই মঞ্চে উঠতেন সংগীতশিল্পী শাফিন আহমেদ ও সামিনা চৌধুরী। কারণ দুজনেরই গত ২০ জুলাই গান গাওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার এক মঞ্চে। কিন্তু তার আগেই অসুস্থ হয়ে পড়েন শাফিন আহমেদ। আর গতকাল বৃহস্পতিবার ভোরে আসে তার মৃত্যুসংবাদ।



অনুষ্ঠানের চার দিনের মাথায় সামিনা চৌধুরী জানতে পারেন শাফিন আহমেদ আর নেই। শাফিন আহমেদের মৃত্যুর তিন দিন আগে হাসপাতালে চিকিৎসাধীন শাফিনকে দেখতে যান সামিনা চৌধুরী। সঙ্গে ছিলেন স্বামী ইজাজ খান স্বপন। কিছুটা সময় তাঁরা অসুস্থ শাফিনের পাশে কাটানও। কথাও হয় তাদের।



হাসপাতালের সেই দিনে অভিজ্ঞতা বলতে গিয়ে সামিনা চৌধুরী এক ফেসবুক পোস্টে বলেন, ‘তিন দিন আগে কথা বলে দেখে এলাম। বারবার আমাকে আর স্বপনকে থাকতে বলছিলেন।’ স্বপনকে বললেন, ‘আমাকে ছেড়ে যেয়ো না প্লিজ! আমার সঙ্গে গল্প করো। আমার অনেক ব্যথা হচ্ছে কোমরে। স্বপন, তোমাকে কিছু বলব, বসো। শাফিন ভাইকে পানি খাওয়াল স্বপন। তারপর তাকে ঘুমের ওষুধ দেওয়া হলো। শাফিন ভাইয়ের অবস্থা দেখে আমাদের চলে আসতে বললেন আয়োজকরা।



তিনি লেখেন, ‘কী বলতে চেয়েছিলেন শাফিন ভাই, কে জানে। কোনো চাপা কষ্ট কি ছিল তাঁর ভেতর? দেশের আরেকটি সম্পদ, আরেকটি মেধার বিয়োগ হলো। চোখে শুধু ভাসছে। তোমরা যেয়ো না প্লিজ...আমাকে আর পাবা না।’


এদিকে তার মরদেহ দেশে আনতে যুক্তরাষ্ট্রে গিয়েছেন তার ভাই হামিন আহমেদ।


পরিবার সূত্রে জানা গেছে, শাফিন আহমেদ স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন। বাবা সুরকার কমল দাশগুপ্তের বনানী কবরস্থানে বাবার কবরে সমাহিত করা হবে তাকে। পাশে তাঁর মা সংগীতশিল্পী ফিরোজা বেগমের কবর রয়েছে।


শাফিন আহমেদের গাওয়া তুমুল জনপ্রিয় কিছু গানের মধ্যে রয়েছে ‘আজ জন্মদিন তোমার’, ‘চাঁদ তারা সূর্য’, ‘জ্বালা জ্বালা জ্বালা...এ অন্তরে’, ‘ফিরিয়ে দাও হারানো প্রেম’, ‘ফিরে এলে না’, ‘হ্যালো ঢাকা’, ‘জাতীয় সংগীতের দ্বিতীয় লাইন’ প্রভৃতি।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন