ঢাকা
খ্রিস্টাব্দ

শিবচরে কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
শিবচর, মাদারীপুর
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১.৩১ পূর্বাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১.৩১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 825927 জন

  • নিউজটি দেখেছেনঃ 825927 জন
শিবচরে কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা
ছবি : সংবাদদাতা প্রেরিত।

মাদারীপুরের শিবচর উপজেলায় ২০২৪-২০২৫ মৌসুমে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় কৃষকদের নিয়ে কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (২৩ এপ্রিল) বিকেলে উপজেলার কৃষি অফিসের আয়োজনে সন্যাসীরচর ইউনিয়নের দৌলতপুর এলাকায় কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


এতে মাদারীপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. সন্তোষ চন্দ্র চন্দ’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা।


এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ সাকিব খান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মিজানুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ও ৭০ জন কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।


বক্তারা বলেন, বাংলাদেশে ভোজ্যতেলের চাহিদা মেটাতে তেল জাতীয় ফসলের মধ্যে প্রধান ভূমিকা রাখে সরিষা। দেশে ভোজ্যতেলের চাহিদা মেটানোর জন্য প্রধান এ তেল ফসলটির আবাদ ও উৎপাদন বৃদ্ধি জরুরি হয়ে পড়েছে। উচ্চফলনশীল জাত ও মানসম্মত বীজ ব্যবহার, উন্নত পদ্ধতিতে চাষাবাদ, অনাবাদি পতিত জমি চাষের আওতায় এনে এবং ক্রপিং প্যাটার্ন পরিবর্তনের মাধ্যমে তেল ফসলের আবাদি এলাকা বাড়িয়ে ভোজ্যতেলের উৎপাদন বাড়ানো সম্ভব বলে মন্তব্য করেন বক্তারা। উক্ত মাঠ দিবসে তেল জাতীয় ফসলের চাষ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রকল্পের আওতায় কৃষকদের গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করা হয় এবং তা চাষ করার জন্য উদ্বুদ্ধ করা হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
শিবচর, মাদারীপুর
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১.৩১ পূর্বাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১.৩১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ