ঢাকা
খ্রিস্টাব্দ

মিরসরাই থেকে দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭

৩০ কেজি গাঁজা এবং ৯৮ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ ০২ জন আটক:
দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1883326 জন

  • নিউজটি দেখেছেনঃ 1883326 জন
মিরসরাই থেকে দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭
ছবি- দৈনিক লাল সবুজ বাংলাদেশ।

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম ::

র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র‍‍্যাব-৭, চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা এলাকা হতে ৩০ কেজি গাঁজা এবং ৯৮ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক করেছে। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি পিকআপ জব্দ করা হয়েছে। শনিবার (১১ মে) র‌্যাব-৭ ফেনী কোম্পানি কমান্ডার স্কোয়াডন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।


র‌্যাব-৭ সূত্র জানায়, মাদক বিরোধি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খান সিটি সেন্টার এলাকার পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে গাড়ী তল্লাশী শুরু করে। এসময় র‌্যাব-৭’র চেকপোস্টের দিকে আসা একটি পিকআপের গতিবিধি সন্দেহজনক মনে হলে থামানোর সংকেত দিলে পিকআপটি না থামিয়ে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র‌্যাব-৭ সদস্যরা সেটিকে আটক করে। পরে পিকআপে থাকা মোঃ তুহিন (৩৮) এবং মোঃ সোহেল (২৮) –দের তল্লাশী করে তাদের দেখানো ও সনাক্তমতে পিকআপের পিছনে মালামাল বহন করার জায়গায় বিশেষ কৌশলে রক্ষিত দুইটি প্লাস্টিকের বস্তার ভিতর হতে ৩০ কেজি গাঁজা এবং ৯৮ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ আসামিদের গ্রেফতার এবং মাদক পরিবহনের ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়। 


আটককৃত আসামিরা র‌্যাব- ৭’র প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, দীর্ঘদিন যাবৎ ড্রাইভিং পেশার আড়ালে সুকৌশলে মাদকদ্রব্য (গাঁজা, ফেন্সিডিল) কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্প মূল্যে সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রামসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রি করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ০৫ লক্ষ ৫০ হাজার টাকা বলে জানায় র‌্যাব


র‌্যাব-৭ ফেনী কোম্পানি কমান্ডার স্কোয়াডন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন