ঢাকা
খ্রিস্টাব্দ

দুই ঘণ্টা ধরে টিনের ঢাল ও লাঠি নিয়ে সংঘর্ষ, আহত ৫০

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
হবিগঞ্জ
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ৩.০৮ অপরাহ্ন

আপডেট : শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ৩.০৮ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 801702 জন

  • নিউজটি দেখেছেনঃ 801702 জন
দুই ঘণ্টা ধরে টিনের ঢাল ও লাঠি নিয়ে সংঘর্ষ, আহত ৫০
টিনের ঢাল ও লাঠি হাতে সংঘর্ষ

হবিগঞ্জের আজমিরীগঞ্জে গ্রাম পঞ্চায়েত সমিতির ঘর দখলকে কেন্দ্র করে দুই পক্ষের দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার নোয়াগড় গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আজমিরীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


পুলিশ ও স্থানীয়রা জানান, নোয়াগড় গ্রাম পঞ্চায়েত সমিতি প্রতি বছর আশপাশের জমি, পুকুর, ডোবা ইজারা দিয়ে থাকে। সমিতির তহবিলে বেশ কিছু টাকাও রয়েছে। এতদিন সমিতি ঘরের নিয়ন্ত্রণ ওই গ্রামের শাহজাহান মেম্বারের কাছে থাকলেও সম্প্রতি লতিফুর মেম্বার তাতে বাধা দেয়। এ নিয়ে গত কয়েক দিন ধরেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল।


শুক্রবার সকালে উভয়পক্ষ ডাকাডাকি করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সেখানে দুই পক্ষের মানুষের হাতে টিনের ঢাল, লাঠিসহ দা-ছুরি দেখা গেছে। এতে উভয়পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়। আহতদের আজমিরীগঞ্জ, বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে আজমিরীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


আজমিরীগঞ্জ থানার ওসি এ বি এম মাঈদুল হাসান সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
হবিগঞ্জ
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ৩.০৮ অপরাহ্ন
আপডেট : শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ৩.০৮ অপরাহ্ন