ঢাকা
খ্রিস্টাব্দ

বোয়ালখালীর শাকপুরা ইউপিতে তারুণ্যের উৎসবে গ্রাম আদালত সক্রিয় করণের উপর গুরুত্বারোপ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

বোয়ালখালী সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১০.৪৭ পূর্বাহ্ন

আপডেট : রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১০.৪৭ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1079794 জন

  • নিউজটি দেখেছেনঃ 1079794 জন
বোয়ালখালীর শাকপুরা ইউপিতে তারুণ্যের উৎসবে গ্রাম আদালত সক্রিয় করণের উপর গুরুত্বারোপ
ছবি : সংবাদদাতা প্রেরিত।

'এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে  বোয়ালখালী উপজেলার ৪নং শাকপুরা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে তারুণ্যের উৎসব-২০২৫ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় অফিসার রাসেল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব হিমাদ্রী খীসা। ইউপি সচিব নির্মল চন্দ্র দাশ এর উপস্থাপনায় এতে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সমন্বয়ক আঁখি বড়ুয়া, সদস্য ও বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি অধীর বড়ুয়া, এলজিইডি প্রতিনিধি মোঃ জহির উদ্দিন, মোঃ সাজ্জাদ হোসেন, বোয়ালখালী বৈষম্য বিরোধী ছাত্র  আন্দোলনের সমন্বয়ক  মোহাম্মদ শাকিল, আনোয়ারা উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী মো: শাহেদ। এ সময় অন্যান্যদের মধ্যে  উপস্থিত ছিলেন- শাকপুরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মনছুরুল হক, মহিলা মেম্বার আছিয়া খাতুন,  ভালবাসা দাশ, মেম্বার অনুপ দাশ, পরিমল দাস, জামায়াতে ইসলামী বাংলাদেশ এর শাকপুরা শাখার সেক্রেটারি মোঃ ফারুক। এ কর্মশালায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বক্তব্য রাখেন- হাজী আজগর আলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী সৃজন চৌধুরী , প্রবর্তক পাইলট উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী কানিজ ফাতেমা,  শাহিদা সুলতানা, বোয়ালখালী হাজী নুরুল হক ডিগ্রি কলেজের শিক্ষার্থী  আহমেদুল হাবিব, স্যার আশুতোষ সরকারী কলেজের শিক্ষার্থী  রিফাতুল ইসলাম, মোঃ ফরহাদ, শিক্ষার্থী মোহাম্মদ  মাহাথির, চবির শিক্ষার্থী  মো: হাসান  কোরবান আলী পাভেল, পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী  ইস্মি আক্তার, আছিফা আকতার।


এ সভায় প্রধান অতিথির বক্তব‍্যে উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা বলেন-তরুণদের হাতে আগামীর বাংলাদেশ। তরুণদের ভাবনায় সুন্দর দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তরুনরাই সেই দায়িত্ব পালনের জন‍্য প্রস্তুত হতে হবে। এছাড়া ও উক্ত অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার,ইউরোপিয়ান ইউনিয়ন ও ইউএনডিপির অর্থায়নে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের বোয়ালখালী উপজেলার উপজেলা সমন্বয়কারী আঁখি বড়ুয়া গ্রামীন  প্রান্তিক জনগোষ্ঠীর বিচারিক সেবা নিশ্চিত করণে গ্রাম আদালতের সেবা বিষয়ে  আলোচনা করেন। তিনি আরো বলেন এসডিজি লক্ষ্যমাত্রা ১৬: শান্তি, ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান বিনির্মাণে গ্রাম আদালতে একটি গুরুত্বপূর্ণ   উদ‍্যোগ। প্রান্তিক জনগোষ্ঠী যাতে তথ্য বিভ্রান্তির কারণে  ভুল জায়গায় গিয়ে অত্যধিক টাকা পয়সা খরচ করে হয়রানির শিকার না হয় সে লক্ষ্যে তরুণদের উদ্যোগী হতে হবে।তারুণ্যের ছোঁয়ায় পরিবর্তন আসুক গ্রাম আদালতে।জনগণের অধিকার রক্ষায় গ্রাম আদালত আইন ও বিধিমালা মেনে কার্যকরী প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত হোক প্রতিটি ইউনিয়ন পরিষদ।বাংলাদেশ সরকারের প্রসাসনিক স্তরের সর্বনিম্ন স্তর ইউনিয়ন পরিষদ। তিনি আরো গুরুত্ব দিয়ে বলেন, ইউনিয়ন পরিষদের অন্যান্য সেবার মত গ্রাম আদালত সেবা যখন স্থানীয় জনগণ সমানভাবে উপভোগ করতে পারবে তখনই ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে,সরকারের সাফল্য এগিয়ে যাবে।


সবশেষে উক্ত কর্মশালার সভাপতি বোয়ালখালী উপজেলার সমবায় কর্মকর্তা জনাব রাসেল চৌধুরী , গ্রাম আদালতের এখতিয়ার,গুরুত্ব, বিধিতে সংযুক্ত ফরম ও রেজিস্টারের  গুরুত্ব এবং গ্রাম আদালতকে ঢেলে সাজানোর জন্য তরুণদের ভূমিকা নিয়ে আলোকপাত করে কর্মশালা সমাপ্তি ঘোষণা করে।


ছবির ক্যাপসনঃ বোয়ালখালীর ৪নং শাকপুরা ইউনিয়ন পরিষদে তারুণ্যের উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখছেন ইউএনও হিমাদ্রী খীসা।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

বোয়ালখালী সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১০.৪৭ পূর্বাহ্ন
আপডেট : রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১০.৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ