ঢাকা
খ্রিস্টাব্দ

হাজারো ত্যাগের গল্পগুলো যেন আমরা মনে রাখি : তিশা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

বিনোদন ডেস্ক ;

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1809638 জন

  • নিউজটি দেখেছেনঃ 1809638 জন
হাজারো ত্যাগের গল্পগুলো যেন আমরা মনে রাখি : তিশা
ছবি : সংগৃহীত

ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তীতে সহিংসতার জেরে সরকার পতনের এক দফার আন্দোলনের রেশ কাটিয়ে খুলেছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। বন্ধু-সহপাঠীরা সকলে প্রিয় প্রাঙ্গন প্রিয় ক্লাসরুমে ফিরলেও তাদের সঙ্গে ফেরেনি বিএফ শাহীন কলেজের শিক্ষার্থী শাফিক উদ্দিন আহমেদ আহনাফ।


ছাত্র আন্দোলনে গত ৪ আগস্ট গুলিতে নিহত হয় এই কিশোর। সহপাঠীর স্মরণে রোববার (১৮ আগস্ট) ক্লাসের টেবিলে আহনাফের আসন ফাঁকা রাখে সহপাঠীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই ছবি। 


যেখানে দেখা যায়, আহনাফের সব সহপাঠী ক্লাসে-পরীক্ষার টেবিলে। আহনাফের টেবিলটা শুধু ফাঁকা। তার স্মরণে বন্ধুরা সেখানে ফুল রেখেছে।


এ বিষয়ে আহনাফের সহপাঠীরা জানান, ওর টেবিলটা আজ ফাঁকা। তাই ওকে স্মরণে টেবিলে ফুল রেখেছি আমরা। আমাদের শহীদ বন্ধুকে ভুলে যাইনি। ভুলতেও পারব না। ফুল হয়েই আহনাফ আজ পরীক্ষায় অংশ নিলো। 


আহনাফের জন্য সহপাঠীদের এমন উদ্যোগ ছুঁয়ে গেছে জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাকে। রোববার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে শ্রেণিকক্ষের সেই ছবিটি প্রকাশ করে লিখেছেন, শহীদ আহনাফের আজকে পরীক্ষার হলে থাকার কথা ছিলো। তার আসন ফুলে ঢেকে দিয়েছে কর্তৃপক্ষ। ছবিটার দিকে তাকানো যায় না। এক অদ্ভুত বেদনায় মন ডুবে যায়! 


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

বিনোদন ডেস্ক ;

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন