ঢাকা
খ্রিস্টাব্দ

পলাশের ডাঙ্গা ইউনিয়ন যুবদলের সভাপতিকে বহিষ্কার

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

সাদ্দাম উদ্দিন রাজ | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
নরসিংদী
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ১২.২৯ পূর্বাহ্ন

আপডেট : বুধবার, ০৯ জুলাই ২০২৫, ১২.২৯ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 463914 জন

  • নিউজটি দেখেছেনঃ 463914 জন
পলাশের ডাঙ্গা ইউনিয়ন যুবদলের সভাপতিকে বহিষ্কার
ছবি : সংবাদদাতা প্রেরিত।

নরসিংদীর পলাশে সিমেন্ট কারখানায় চাঁদাবাজির মামলায় গ্রেপ্তারকৃত ডাঙ্গা যুবদলের সভাপতি মনির উজ্জামান মনিরকে বহিষ্কার করেছে জেলা যুবদল। 


মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে জেলা যুবদলের সহ-দফতর সম্পাদক নাজমুল ইসলাম সুমন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কার আদেশ দেয়া হয়েছে। 


তথ্যটি নরসিংদী জেলা যুবদলের সভাপতি ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসেন বিদ্যুৎ  নিশ্চিত করেছেন। 


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে , দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের আদর্শ ও নীতির পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরউজ্জামান মনিরকে বহিষ্কার করেছে জেলা যুবদল। পাশাপাশি  মনির উজ্জামান মনিরকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।


বহিষ্কারের এ সিদ্ধান্ত অনুমোদন দিয়েছেন নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহসীন হোসাইন বিদ্যুৎ এবং সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার হাসান।


গত ৫ জুলাই রবিবার রাতে নরসিংদী সদর উপজেলার ব্রাহ্মন্দী এলাকা থেকে চাঁদাবাজির মামলায় তাকে গ্রেপ্তার করা হয় এবং পরের দিন আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।


এ দিকে আজ মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে বহিষ্কৃত মনিরকে কোর্টে তোলা হলে তার মুক্তির দাবিতে আদালত চত্ত্বরে বিক্ষোভ মিছিল করে তার সমর্থিত কয়েক শতাধিক নেতাকর্মীরা।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

সাদ্দাম উদ্দিন রাজ | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
নরসিংদী
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ১২.২৯ পূর্বাহ্ন
আপডেট : বুধবার, ০৯ জুলাই ২০২৫, ১২.২৯ পূর্বাহ্ন