ঢাকা
খ্রিস্টাব্দ

সরকারের পতনের পর খুলনায় প্রথম কর্মসূচি, ব্যানারে শেখ হাসিনা

মিছিলকারীদের শনাক্ত ও আটক করতে তৎপর পুলিশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

জেলা সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
খুলনা
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২.২৬ অপরাহ্ন

আপডেট : রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২.২৬ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 854404 জন

  • নিউজটি দেখেছেনঃ 854404 জন
সরকারের পতনের পর খুলনায় প্রথম কর্মসূচি, ব্যানারে শেখ হাসিনা
- ছবি সংবাদদাতা প্রেরিত।

আওয়ামী লীগ সরকারের পতনের পর খুলনার রাজপথে আকস্মিকভাবে দেখা দিলেন দলটির নেতা-কর্মীরা। রোববার (২০ এপ্রিল) সকাল সাড়ে সাতটার দিকে খুলনা নগরের জিরো পয়েন্ট এলাকায় একটি ঝটিকা মিছিল হয়—যেখানে ব্যানারে স্পষ্ট লেখা ছিল ‘বাংলাদেশ আওয়ামী লীগ, খুলনা জেলা শাখা’।


এই হঠাৎ মিছিলটি রাজনৈতিক মহলে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। মিছিলের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে, যেখানে দেখা যায়, শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি বহন করছে মিছিলকারীরা। স্লোগানে ছিল স্পষ্ট বার্তা—‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ এবং ‘শেখ হাসিনা ফিরবে আবার বীরের বেশে’।


তবে মিছিলটি সংগঠিত হলেও জেলা আওয়ামী লীগের কোনো শীর্ষ নেতা এ বিষয়ে মুখ খোলেননি। বরং স্থানীয় পর্যায়ের নাম প্রকাশে অনিচ্ছুক একজন নেতা জানান, “উপরে থেকে নির্দেশ ছিল—মিছিলে পরিচিত কোনো মুখ থাকবে না।”


বিশ্লেষকদের মতে, এটি হতে পারে একটি কৌশলগত পদক্ষেপ—যেখানে আওয়ামী লীগ তাদের সাংগঠনিক শক্তি এবং সড়কে থাকার সক্ষমতা দেখাতে চাইছে, যদিও আনুষ্ঠানিকভাবে তারা মাঠে নেই।


খুলনা মেট্রোপলিটন পুলিশের হরিণটানা থানার ওসি খাইরুল বাশার জানিয়েছেন, “মিছিলটি আকস্মিক ছিল। গাড়ি থেকে নেমে দ্রুত মিছিল করে পালিয়ে যান তারা।” তবে পুলিশ মিছিলকারীদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।


এ ঘটনা রাজনীতির একটি নতুন পর্বের ইঙ্গিত দিচ্ছে কি না, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। একপক্ষ বলছে—এটি ছিল আওয়ামী লীগের ‘কম ব্যয়ে উচ্চ বার্তা’ দেওয়ার কৌশল, অন্যপক্ষ মনে করছে—এটি ছিল শুধুই একটি প্রতীকী প্রতিবাদ।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | রাজনীতি
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

জেলা সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
খুলনা
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২.২৬ অপরাহ্ন
আপডেট : রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২.২৬ অপরাহ্ন