ঢাকা
খ্রিস্টাব্দ

শিবচরে মানবাধিকার সুরক্ষায় করণীয় শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
শিবচর, মাদারীপুর
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১০.৩৬ অপরাহ্ন

আপডেট : শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১০.৩৬ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 866720 জন

  • নিউজটি দেখেছেনঃ 866720 জন
শিবচরে মানবাধিকার সুরক্ষায় করণীয় শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ছবি : সংবাদদাতা প্রেরিত।

মাদারীপুরের শিবচর উপজেলায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা ফাউন্ডেশন (আসফ) কর্তৃক দিনব্যাপী মানবাধিকার সুরক্ষায় করণীয় শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। 


শনিবার (১৯ এপ্রিল) উপজেলার কলেজ মোড়ে আসফ শিবচর উপজেলা শাখার আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 


অনুষ্ঠানে আসফ এর পরিচালক (প্রশিক্ষণ) ও শিবচর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবুল খায়ের খান, আসফ'র শিবচর উপজেলা শাখার সভাপতি এ্যাড. নাজমুল হক (বাবু), সিনিয়র সহ সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক সেলিম মোল্লা, সাংগঠনিক সম্পাদক এস.এম. দেলোয়ার হোসাইন, দপ্তর সম্পাদক বাদশা মুন্সি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুবর্ণা আক্তার, সহ মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক স্বর্ণা আক্তার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সুমন আহম্মেদ, কার্যকরী সদস্য সৈয়দ সালোয়ার হোসেন পথিক, মাদবরের চর ইউপি শাখার সাধারণ সম্পাদক আবু সাঈদ, চরজানাজাত শাখার সাধারণ সম্পাদক  আব্দুল জলিল ঢালী, উমেদপুর ইউপি শাখার সভাপতি শহিদ আল জারিনসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শতাধিক মানবাধিকার কর্মীরা উপস্থিত ছিলেন।


বক্তারা বলেন, মানবাধিকার সুরক্ষা নিশ্চিত করতে পারলেই কেবল সমাজে সমতা এবং শান্তি ফিরে আসবে। 


বক্তারা সার্বজনীন মানবাধিকার নিশ্চিত করার জন্য সবাই কে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হওয়ার জন্য অনুরাধ জানান।

 

তারা বলেন- জাতি,ধর্ম,বর্ণ ভূলে গিয়ে আমাদের সবার উচিৎ সকল মানুষকে সমান মর্যাদা দেওয়া এবং সবার জন্য সমান সুযাগ সৃষ্টি করা। সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করতে না পারলে মানবাধিকার কখন ও নিশ্চিত হবেনা। এবং শুধু মানবাধিকার সংগঠন নয় আমাদের ব্যাক্তিগতভাবে মানবাধিকার সুরক্ষায় সচেষ্ট থাকবে হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
শিবচর, মাদারীপুর
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১০.৩৬ অপরাহ্ন
আপডেট : শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১০.৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ