ঢাকা
খ্রিস্টাব্দ

আজ ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ২.০৩ পূর্বাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ২.০৩ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 866476 জন

  • নিউজটি দেখেছেনঃ 866476 জন
আজ ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস
প্রস্তুত মুজিবনগর।

আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঐতিহাসিক মুজিবনগর দিবস। দিবসটি উপলক্ষে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে জেলা প্রশাসন।


১৭ এপ্রিল উপলক্ষে মেহেরপুরের মুজিবনগরে  স্মৃতিসৌধ, মুক্তিযুদ্ধভিত্তিক স্মৃতি কমপ্লেক্স, আম্রকাননে পরিষ্কার পরিচ্ছন্নতাসহ পুরো মুজিবনগর জুড়ে করা হয়েছে রঙের কাজ। এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন মুজিবনগর উপজেলা প্রশাসন। দিনটির শুরুতেই সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে স্মৃতিসৌধে পতাকা উত্তোলন করবেন বর্তমান সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বীর প্রতীক ফারুক ই আজম। এর পরে তিনি স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ শেষে গার্ড অব অনার গ্রহণ করবেন।


এছাড়া  মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব লে. কর্নেল মো: আব্দুল গাফফার, তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এনায়েত হোসেন, সহকারি একান্ত সচিব আমিরুল ইসলামের উপস্থিত থাকার কথা রয়েছে।


১৭ এপ্রিল মুক্তিযুদ্ধের ইতিহাসের পাতায় দিনটি অবিস্মরণীয়। এদিন মেহেরপুরের তৎকালীন বৈদ্যনাথতলার আমবাগানে (বর্তমানে মুজিবনগর) শপথ গ্রহণ করে যুদ্ধকালীন বাংলাদেশের প্রথম সরকার। পাঠ করা হয় স্বাধীনতার ঘোষণাপত্র। এ সরকারের নেতৃত্বে ৯ মাস যুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয় বাংলাদেশের স্বাধীনতা।


মেহেরপুর পুলিশ সুপার মাকসুদা আকতার খানম জানান, ১৭ এপ্রিলকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। দিনটিকে ঘিরে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গোটা এলাকা নিরাপত্তার বেষ্টনীতে সিসিটিভি ক্যামেরাসহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ সদস্য এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করবেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ২.০৩ পূর্বাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ২.০৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ