ঢাকা
খ্রিস্টাব্দ

চট্টগ্রামে চাকরিচ্যুতিকে কেন্দ্র করে ফের কারখানার শ্রমিকদের বিক্ষোভ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ১২.৪৭ পূর্বাহ্ন

আপডেট : মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ১২.৪৭ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 882040 জন

  • নিউজটি দেখেছেনঃ 882040 জন
চট্টগ্রামে চাকরিচ্যুতিকে কেন্দ্র করে ফের কারখানার শ্রমিকদের বিক্ষোভ
ছবি : সংবাদদাতা প্রেরিত।

চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় (সিইপিজেড) চাকরিচ্যুতিকে কেন্দ্র করে একটি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে চট্টগ্রাম বন্দরের পণ্যবাহী গাড়িসহ বিভিন্ন যানবাহন সড়কে আটকা পড়ে। সোমবার সকাল ১০টার দিকে সিইপিজেডের প্রবেশপথের অদূরে বিমানবন্দর অভিমুখী সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেছেন শতাধিক শ্রমিক, যাদের মধ্যে অনেক নারীও ছিলেন। 


জানা গেছে, বিক্ষোভকারীরা সিইপিজডের ৪ নম্বর রোডের ৩ নম্বর সেক্টরের ‘এক্সেলসিয়র সুজ’ নামে একটি কারখানার শ্রমিক। সম্প্রতি প্রতিষ্ঠানটির ৪০ জন কর্মীকে চাকরিচ্যুত করা হয়। এ নিয়ে ঈদুল ফিতরের ছুটি শেষে খোলার প্রথমদিন থেকেই কারখানায় শ্রমিক অসন্তোষ চলছে। গত শনিবার কারখানায় বিক্ষোভ করেন চাকরিচ্যুত শ্রমিকরা। রোববার (৬ এপ্রিল) কারখানায় একদফা হামলার ঘটনা ঘটে। এতে সাত শ্রমিক আহত হন। এসব ঘটনার পর সোমবার সকালে শ্রমিকরা রাস্তায় নেমে আসেন। তারা ইপিজেড মোড়সহ আশপাশের এলাকায় সড়কের উভয়পাশে অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে।


শিল্প পুলিশের চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ সোলাইমান বলেন, ইপিজেডে জুতার কারখানায় কিছু ওয়ার্কারকে বরখাস্ত করা নিয়ে একটা সমস্যা চলছে। তারা রাস্তা অবরোধ করেছিল। পরে আমরা ইপিজেড ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ১২.৪৭ পূর্বাহ্ন
আপডেট : মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ১২.৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ