ঢাকা
খ্রিস্টাব্দ

আত্রাইয়ে ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মোঃ নাসির উদ্দিন চঞ্চল | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
আত্রাই, নওগাঁ
সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ১১.০৩ অপরাহ্ন

আপডেট : সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ১১.০৩ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 892006 জন

  • নিউজটি দেখেছেনঃ 892006 জন
আত্রাইয়ে ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
ছবি : সংবাদদাতা প্রেরিত।

নওগাঁর আত্রাইয়ে ফিলিস্তিনে নির্মম হত্যার প্রতিবাদে  বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার ৭ই এপ্রিল বেলা প্রায়  এগারোটার সময়।তৌহিদি জনতার উদ্যোগে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে   এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।  দখলদার  ইসরায়েলের গণহত্যা আগ্রাসনের বিরুদ্ধে সকল কে সোচ্চার হওয়ার আহ্বান এবং ইসরায়েলি পণ্য বর্জনের ডাকদেন  ।


বেলা বাড়ার সাথে সাথে তৌহিদি জনতা জড়ো হতে থাকে এর পর বয়কট বয়কট ইসরায়েল বয়কট সহ বিভিন্ন  স্লোগানে স্লোগানে  উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ গেটে সমাবেশ অনুষ্ঠিত হয়।


 মিছিল ও সমাবেশে বক্তব্য দেন পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খবিরুল ইসলাম।তিনি ফিলিস্তিনের নির্যাতিত,গণহত্যা বন্ধ, যুদ্ধ বিরতি  ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোরালো ভূমিকা রাখার দাবি জানান।


”ফিলিস্তিনের মানুষের ওপর ইসরায়েলের অব্যাহত গণহত্যা, নিপীড়ন ও আগ্রাসন মানবতার বিরুদ্ধে বিশ্ববাসীকে এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

মিছিলে অংশগ্রহণকারীরা ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি প্রকাশ করেন। তারা ফিলিস্তিনের গণহত্যা বন্ধ সহ বিশ্বব্যাপী মুসলিম উম্মাহকে সংগঠিত হওয়ার এবং ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।


এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,  মাওলানা আক্তারুজ্জামান।ইসলামি আন্দোলন বাংলাদেশ। আত্রাই উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মোঃ আব্দুর রহমান। উপজেলা জামায়তে ইসলামির নায়েবে আমীর ওসমান গনি,পাঁচুপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোঃ শাহিন, আত্রাই উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মোঃ মতিউর রহমান শাহিন।


অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আদর,যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার সরদার সৌরভ,পাঁচুপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক আব্দুর রশীদ,পাঁচুপুর ইউনিয়ন সমাজ কল্যান বিষয়ক সম্পাদক জহুরুল ইসলাম জনি সহ উপজেলা তৌহিদী জনতা। 


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মোঃ নাসির উদ্দিন চঞ্চল | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
আত্রাই, নওগাঁ
সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ১১.০৩ অপরাহ্ন
আপডেট : সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ১১.০৩ অপরাহ্ন