ঢাকা
খ্রিস্টাব্দ

তামিমের সুস্থতা কামনা মাশরাফিসহ জাতীয় দলের সতীর্থদের

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১২.২৭ পূর্বাহ্ন

আপডেট : মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১২.২৭ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 910526 জন

  • নিউজটি দেখেছেনঃ 910526 জন
তামিমের সুস্থতা কামনা মাশরাফিসহ জাতীয় দলের সতীর্থদের

মোহামেডানের হয়ে ডিপিএলের ম্যাচ খেলতে সাভারের বিকেএসপি মাঠে হাজির হয়েছিলেন তামিম ইকবাল। তবে ম্যাসিভ হার্ট অ্যাটাক করে সাভারের একটি হাসপাতালে ভর্তি করানো হয় জাতীয় দলের সাবেক এই অধিনায়ককে। 



সাভারের কেপিজে হাসপাতালে তামিমের হার্টে একটি রিং পরানো হয়েছে। তার অবস্থার এখন কিছুটা উন্নতি হয়েছে। তবে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন জাতীয় দলের সাবেক এই ওপেনার। 


তামিমের সুস্থতা কামনা করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাসহ বেশ কয়েকজন ক্রিকেটার। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তামিমের সঙ্গে একটি পুরোনো ছবি দিয়ে পোস্টে করেন ম্যাশ। সেখানে তিনি লেখেন, ‘মহান আল্লাহ তোর সহায় হোন, তামিম। দ্রুত সুস্থ হয়ে ফিরে আয় সবার মাঝে ইনশাআল্লাহ।’



এছাড়া তামিমের সুস্থতা কামনা করেছেন পেসার তাসকিন আহমেদ। এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘তামিম ইকবাল ভাই, সাভারের বিকেএসপিতে একটি ম্যাচ চলাকালীন গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং তার অবস্থার আরও অবনতি হয়েছে। তিনি এখন লাইফ সাপোর্টে আছেন। এই কঠিন সময়ে সবাই দোয়ায় রাখবেন। আল্লাহ তাকে দ্রুত সুস্থতা দান করুন।’



অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ লিখেছেন, ‘তামিম ভাইয়ের, আপনার দ্রুত সুস্থ হয়ে ফেরার প্রত্যাশা করি। দ্রুত সুস্থ হওয়ার জন্য আমাদের ভাবনা ও দোয়া আপনার সঙ্গে আছে।’



জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস লেখেন, ‘তামিম ভাই দ্রুত সুস্থ হয়ে উঠুন। আপনা দ্রুত সুস্থতা কামনা করছি। আমাদের প্রার্থনা আপনার সঙ্গে আছে।’


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১২.২৭ পূর্বাহ্ন
আপডেট : মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১২.২৭ পূর্বাহ্ন