ঢাকা
খ্রিস্টাব্দ

চক্ষু চিকিৎসকের তুলনায় অপটোমেট্রিস্ট নেই : চট্টগ্রামে অপটোমেট্রি সপ্তাহের র‌্যালী

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
রবিবার, ২৩ মার্চ ২০২৫, ১১.২৯ অপরাহ্ন

আপডেট : রবিবার, ২৩ মার্চ ২০২৫, ১১.২৯ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 913996 জন

  • নিউজটি দেখেছেনঃ 913996 জন
চক্ষু চিকিৎসকের তুলনায় অপটোমেট্রিস্ট নেই : চট্টগ্রামে অপটোমেট্রি সপ্তাহের র‌্যালী
চট্টগ্রাম চক্ষু হাসপাতালে বিশ্ব অপটোমেট্টি সপ্তাহ উপলক্ষে আয়োজিত র‌্যালরি উদ্ভোধন করেন ম্যানেজিং ট্রাস্টি অধ্যাপক ডা.রবিউল হোসেন।

বিশ্ব অপটোমেট্রি সপ্তাহ-২০২৫ উদযাপন করেছে ইনস্টিটিউট অব কমিউনিটি অফথালমোলোজি (আইসিও), চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ক্যাম্পাস।রোববার সকালে এ উপলক্ষে হাসপাতাল ক্যাম্পাসে র‌্যালী অনুষ্ঠিত হয়। চোখের স্বাস্থ্য এবং অপটোমেট্টি সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও সপ্তাহটি (১৭-২৩ মার্চ) পালন করা হয়।এ উপলক্ষে হাসপাতাল ক্যাম্পাসে আয়োজিত র‌্যালীর উদ্বোধন করেন চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের ম্যানেজিং ট্রাস্টি আন্তর্জাতিক চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রবিউল হোসেন। এ সময় বাংলাদেশের মত উন্নয়নশীল দেশে চক্ষু চিকিৎসা সেবায় অপটোমেট্রিস্টদের ভূমিকা তুলে ধরে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন তিনি বলেন, এদেশে যে পরিমাণ চক্ষু চিকিৎসক রয়েছে সেই তুলনায় অপটোমেট্রিস্ট নেই বললেই চলে। অধ্যাপক ডা.রবিউল হোসেন বলেন,  পড়ালেখায় মনোযোগী হয়ে নিজেকে সুশিক্ষিত ও দক্ষ অপটোমেট্রিস্ট হিসেবে তোমাদের গড়ে তুলতে হবে। তাহলে দেশ ও জাতি উপকৃত হবে।

 

এর আগে হাসপাতালের ডা.ইমরান সেমিনার হলে সায়েন্টিফিক সেশনের আয়োজন করা হয়।  সেশনে সারাদেশে চক্ষু সেবার পরিধি বাড়াতে দক্ষ অপটোমেট্রিস্টরা ব্যাপক ভূমিকা রাখার কথা উল্লেখ করা হয়।  সেশনে ভিশন থ্রো ইনোভেশন; ডিপ ডাইব ইন টু স্পেক্টেকল এর প্রেজেন্টার ছিলেন, অপটোমেট্রিস্ট ফ্যাকাল্টি মোশারফাতুল জান্নাত (আখি)। ক্লিয়ারিং আপ দা কনফিউশান এবাউট স্পেক্টেকল’র ওপেন হাউজ ডিস্কাশনের সঞ্চালনায় ছিলেন, আইসিও এর অপটোমেট্রি ফ্যাকাল্টি আজমীর উল হক ইমন।  


আইসিও এর সহকারী অধ্যাপক (অপ্টোমেট্রি) শেখ তামিমা হাসান ও প্রভাষক জান্নাতুন নুরের সঞ্চালনায় অনুষ্টানে বক্তব্য রাখেন, আইসিওর পরিচালক অধ্যাপক ডা. খুরশীদ আলম, একাডেমিক কো-অরডিনেটর অধ্যাপক ডা.মনিরুজ্জামান ওসমানী,বি.অপ্টোম কোর্স কো-অরডিনেটর ও  সহকারি অধ্যাপক জুয়েল দাশগুপ্ত। উপস্থিত ছিলেন, অধ্যাপক ডা. জেসমিন আহমদ, সহকারী অধ্যাপক ডা.শায়লা বেগম, প্রভাষক  ডা. আবু বকর সিদ্দিক, অপটোমেট্রিস্ট ফ্যাকাল্টি শ্রী প্রণয় রায়, হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা জনাব শহীদ ফারুকী , আইসিও উর্ধবতন হিসাব কর্মকর্তা মো. জসীম উদ্দীন, প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুর রহমানসহ বি.এস.সি ইন অপ্টোমেট্রির সকল শিক্ষার্থীবৃন্দ।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
রবিবার, ২৩ মার্চ ২০২৫, ১১.২৯ অপরাহ্ন
আপডেট : রবিবার, ২৩ মার্চ ২০২৫, ১১.২৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ