নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে বোলিংয়ে যায় বাংলাদেশ। শুরুতেই তানজিম হাসান সাকিবের বোলিংয়ে লণ্ডভণ্ড প্রোটিয়ারা।
পাওয়ারপ্লেতে ৩ উইকেট নিয়ে দারুণ সূচনা করেন তানজিম সাকিব। প্রথম ওভারে বোলিংয়ে এসে প্রথম তিন বলে ১০ রান দিলেও, শেষ বলে রেজা হেনড্রিক্সকে সাজঘরে ফেরান এই ডানহাতি পেসার।
নিজের দ্বিতীয় ওভারে বোল্ড করে সাঝঘরে ফেরান ডি কককে। চতুর্থ ওভারে দারুণ এক ডেলিভারিতে মার্করামকে বোল্ড করেন তাসকিন। পঞ্চম ওভারে এসে ত্রিস্টান স্টাবসকে ফিরিয়ে ৩ উইকেট পূর্ণ করেন পেসার সাকিব। ২৩ রানে ৪ উইকেট হারিয়ে ফেলেছে দক্ষিণ আফ্রিকা।
পাওয়ারপ্লেতে সংগ্রহ ৪ উইকেটে ২৫ রান।
দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে ২৩ রানেই ৪ উইকেট হারিয়ে বসেছে দক্ষিণ আফ্রিকা। ৩ উইকেট নেন তানজিম সাকিব এবং ১ উইকেট নেন তাসকিন আহমেদ।