ঢাকা
খ্রিস্টাব্দ

সেনাপ্রধানকে বদলানোর বা এ ধরনের কোনো আলোচনা কখনো হয়নি

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
রবিবার, ২৩ মার্চ ২০২৫, ১.০৪ পূর্বাহ্ন

আপডেট : রবিবার, ২৩ মার্চ ২০২৫, ১.০৪ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 921874 জন

  • নিউজটি দেখেছেনঃ 921874 জন
সেনাপ্রধানকে বদলানোর বা এ ধরনের কোনো আলোচনা কখনো হয়নি
ছবি : সংবাদদাতা প্রেরিত।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধাবোধ ছিল, আছে এবং থাকবে। সেনাবাহিনী মানুষের পাশে থাকবে। তিনি বলেন, ‘সেনাবাহিনী প্রধানকে সরানো বা এরকম কোনো প্রশ্ন কখনো আসেনি, কিছু গুজব ছড়ানো হচ্ছে। কিন্তু এমন কোনো অবস্থাও তৈরি হয়নি।’ শনিবার, ২২ মার্চ বিকেলে জাতীয় প্রেসক্লাবে রংপুর ডিভিশন রিপোর্টার্স ফোরামের আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। সারজিস আলম বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী এমন একটি প্রতিষ্ঠান যাদের ওপর সবার আস্থা রয়েছে। অভ্যুত্থানের সময় যেমন জনগণের পাশে ছিল, আগামীতেও থাকবে আশা করি।’ তিনি বলেন, ‘সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধাবোধ ছিল, আছে এবং থাকবে। সেনাবাহিনী মানুষের পাশে থাকবে। অভ্যুত্থানের পক্ষের শক্তি কখনো মুখোমুখি অবস্থানে দাঁড়াবো না। সেনাপ্রধানের বিরুদ্ধে আমাদের কোনো অবস্থান নেই।


জাতীয় নাগরিক পার্টির এ মুখ্য সংগঠক বলেন, ‘সেনাবাহিনী প্রধানকে সরানো বা এরকম কোনো প্রশ্ন কখনো আসেনি, কিছু গুজব ছড়ানো হচ্ছে। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে কখনো এটা বলিনি। এই অবস্থাও তৈরি হয়নি। এ অবস্থা যাতে নির্বাচনের পূর্ব পর্যন্ত তৈরি না হয় সেই প্রত্যাশা করি।’


মব জাস্টিস ও ন্যায়বিচার সাংঘর্ষিক তাই দেশের স্থিতিশীলতার জন্য এসব এড়াতে হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য দেশের স্থিতিশীলতা প্রয়োজন বলেও জানান সারজিস। তিনি বলেন, ‘রংপুর বিভাগকে এগিয়ে নিতে রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ প্রতিটি সেক্টরের মানুষকে কাজ করতে হবে। প্রতিটি সীমাবদ্ধতাগুলো তুলে সমাধানে আগ্রহী হতে হবে। অঞ্চল ভিত্তিক বৈষম্যগুলোও দূর করতে হবে।’ সারজিস আলম বলেন, ‘জনগণের চাওয়া অনুযায়ী কাজ করে যাবে এনসিপি।’ 


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
রবিবার, ২৩ মার্চ ২০২৫, ১.০৪ পূর্বাহ্ন
আপডেট : রবিবার, ২৩ মার্চ ২০২৫, ১.০৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ