ঢাকা
খ্রিস্টাব্দ

পশ্চিমাদের প্রতি ‘ওপেন চ্যালেঞ্জ’ ছুড়ে দিলেন পুতিন

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক | লাল সবুজ বাংলাদেশ
আর্ন্তজাতিক ডেস্ক
শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ১২.৫২ পূর্বাহ্ন

আপডেট : শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ১২.৫২ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1246615 জন

  • নিউজটি দেখেছেনঃ 1246615 জন
পশ্চিমাদের প্রতি ‘ওপেন চ্যালেঞ্জ’ ছুড়ে দিলেন পুতিন
ছবি : সংগৃহীত

মস্কোর নতুন মডেলের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ‘ওরেশনিক’ নিয়ে এবার পশ্চিমাদের ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পশ্চিমাদের ইউক্রেনের রাজধানী কিয়েভে একটি লক্ষ্যবস্তু বেছে নিয়ে তাদের প্রতিরক্ষা-ব্যবস্থা জোরদার করতে বলেন পুতিন। সেই সঙ্গে সেখানে রাশিয়ার আক্রমণ প্রতিহত করার চেষ্টা করতে পরামর্শ দিয়েছেন। বছরের শেষ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভ্লাদিমির পুতিন বলেন, তারা (পশ্চিমা ও মার্কিন যুক্তরাষ্ট্র) কিয়েভে একটি লক্ষ্যবস্তু বেছে নিক এবং সেখানে তাদের বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা জড়ো করুক। আর আমরা সেই লক্ষ্যবস্তুতে একটি ওরেশনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করব। দেখা যাক কী হয়।


আমরা এ ধরনের পরীক্ষার জন্য প্রস্তুত। প্রেসিডেন্ট বলেন, কারিগরি বৈশিষ্ট্যের জন্য ওরেশনিকের হাইপারসনিক ওয়ারহেড থামানো অসম্ভব। পুতিন পরামর্শ দিয়েছেন, এই ধরনের 'দ্বন্দ্বের' (পরীক্ষা) ফলাফল রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয়ের জন্য অত্যন্ত আগ্রহের বিষয় হবে, যার বিমান প্রতিরক্ষাব্যবস্থা বর্তমানে ইউক্রেনে কাজ করছে। রুশ সামরিক বাহিনী ২১ নভেম্বর ওরেশনিকের প্রথম যুদ্ধ পরীক্ষা চালিয়েছিল। এটি একাধিক হাইপারসনিক ওয়ারহেড দিয়ে একটি ইউক্রেনীয় সামরিক শিল্প সুবিধা ধ্বংস করতে ব্যবহার করা হয়।


পুতিন সে সময় বলেছিলেন, পশ্চিমা অনুমতি নিয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত রুশ ভূখণ্ডে ইউক্রেনের দূরপাল্লার হামলার জবাবে ওরেশনিক ক্ষেপণাস্ত্র উন্মোচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুতিন ব্যাখ্যা করেন, পারমাণবিক এবং প্রচলিত উভয় ওয়ারহেড বহন করতে পারে ওরেশনিক। এটি শব্দের দশগুণ গতিতে ছুটতে পারে। ফলে পশ্চিমা বিমান প্রতিরক্ষাব্যবস্থার পক্ষে এগুলো বাধা দেওয়া অসম্ভব।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারা বিশ্ব
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক | লাল সবুজ বাংলাদেশ
আর্ন্তজাতিক ডেস্ক
শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ১২.৫২ পূর্বাহ্ন
আপডেট : শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ১২.৫২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ