ঢাকা
খ্রিস্টাব্দ

লংগদু জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

তাজ মাহমুদ | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
লংগদু (রাঙ্গামটি)
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৯.৪৯ অপরাহ্ন

আপডেট : মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৯.৪৯ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 935505 জন

  • নিউজটি দেখেছেনঃ 935505 জন
লংগদু জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত
ছবি : সংবাদদাতা প্রেরিত।

রাঙামাটির লংগদুতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ১৮ মার্চ মঙ্গলবার বিকালে পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলটি উপজেলার স্থানীয় মাইনীমুখ বাজারে অনুষ্ঠিত হয়। 


উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু উপজেলা আমীর মাওলানা মোঃ নাছির উদ্দীন এবং সঞ্চালনা করেন উপজেলা এসিসট্যান্ট সেক্রেটারি মোঃ শিহাব উদ্দীন।


ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামি রাংগামাটি জেলা আমীর অধ্যাপক মোঃ আব্দুল আলীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র শিবিরের রাঙ্গামাটি জেলা সভাপতি মোঃ শহিদুল ইসলাম সাফি।


এছাড়া আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু উপজেলা নায়েবে আমীর মাওলানা এএলএম সিরাজুল ইসলাম, এসিসট্যান্ট সেক্রেটারি তাজ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল জব্বার, বায়তুল মাল সম্পাদক ওছমান গণি, শুরা ও কর্ম পরিষদ সদস্য খ ম মতিউর রহমান, ছিদ্দিকুর রহমান খোকন, শ্রমিক কল্যাণ ফেডারেশন লংগদু উপজেলা সভাপতি মোঃ মঞ্জুরুল হক, ছাত্র শিবিরের উপজেলা সভাপতি মোঃ নবী হোসেন, মাইনীমুখ বাজার জামে মসজিদের খতিব মাওলানা সাদুর রশিদ প্রমুখ।


প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের জেলা আমীর অধ্যাপক আব্দুল আলীম বলেন, ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য ন্যায়বিচার, সমতা ও মানবিক মূল্যবোধ নিশ্চিত করা অপরিহার্য। যেখানে প্রত্যেক ব্যক্তি তার অধিকার পাবে এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, সেই সমাজই হবে শান্তি ও উন্নয়নের আদর্শ। আমাদের দায়িত্ব হলো পবিত্র মাহে রমজান হতে শিক্ষা নিয়ে, সত্য, ন্যায় ও সততার পথে অটল থেকে একটি ইনসাফভিত্তিক সমাজ গড়ে তোলা।


পরে দোয়া ও  ইফতারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

তাজ মাহমুদ | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
লংগদু (রাঙ্গামটি)
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৯.৪৯ অপরাহ্ন
আপডেট : মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৯.৪৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ