ঢাকা
খ্রিস্টাব্দ

১৩ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ, লিকেজ মেরামত ও ভাল্ব প্রতিস্থাপন

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ১০.৫২ অপরাহ্ন

আপডেট : মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ১০.৫২ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 953504 জন

  • নিউজটি দেখেছেনঃ 953504 জন
১৩ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ, লিকেজ মেরামত ও ভাল্ব প্রতিস্থাপন
ছবি : সংবাদদাতা প্রেরিত।

চট্টগ্রাম মহানগরের বহদ্দারহাট এলাকায় উচ্চচাপ গ্যাস পাইপ লাইনের লিকেজ মেরামত ও ভাল্ব প্রতিস্থাপন কাজের জন্য কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড (কেজিডিসিএল) ১২ মার্চ বুধবার ভোর ৫টা থেকে দুপুর ২টা পর্যন্ত চট্টগ্রামের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানায় কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেরামত কাজ চলাকালে বহদ্দারহাটসহ আশপাশের বেশ কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে এবং কিছু এলাকায় গ্যাসের স্বল্প চাপ কম থাকবে।


এছাড়া যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে : কালুরঘাট, নক্সসাস শিল্প এলাকা (বাহির সিগনাল), চররাঙ্গামাটি, বড়ুয়াপাড়া, নকসিয়া জোন, চান্দগাঁও আবাসিক এলাকা, বহদ্দারহাট এলাকা, মোহরা, কুয়াইশ, নজু মিয়ার হাট, হামিদ চর, পাঠানিয়া গোদা, কাতালগঞ্জ, চকবাজার, ওলিখা মসজিদের সামনের এলাকা ও আশপাশের এলাকা।


কর্ণফুলী গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে গ্যাস সরবরাহ চালু করা হবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ১০.৫২ অপরাহ্ন
আপডেট : মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ১০.৫২ অপরাহ্ন