ঢাকা
খ্রিস্টাব্দ

দেশে অভুক্ত ও অর্ধভুক্ত মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে: জি এম কাদের

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
রবিবার, ০৯ মার্চ ২০২৫, ১১.৪৬ অপরাহ্ন

আপডেট : রবিবার, ০৯ মার্চ ২০২৫, ১১.৪৬ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 977625 জন

  • নিউজটি দেখেছেনঃ 977625 জন
দেশে অভুক্ত ও অর্ধভুক্ত মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে: জি এম কাদের
মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন জি এম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। প্রতিদিন এ অবস্থা আরও খারাপ হচ্ছে। তিনি বলেন, ‘সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা নেই।কাজের সুযোগ সৃষ্টি হচ্ছে না। বাড়ছে বেকারত্ব। এরই মধ্যে প্রতিদিনই নিত্যপণ্যের দাম বেড়ে আকাশচুম্বী হচ্ছে। একারণেই, দেশে অভুক্ত ও অর্ধভুক্ত মানুষের সংখ্যা বাড়ছে।’


রবিবার (৯ মার্চ) দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয়ের মিলনায়তনে অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের মতবিনিময় সভায় জিএম কাদের এ কথা বলেন। জিএম কাদের বলেন, ‘রাজনীতির নামে ভাঙচুর অগ্নিসংযোগ ও লুটতরাজের জন্য উচ্ছৃংখল জনতার অভাব হয় না। সরকারের ঘনিষ্ঠ মহলের ভাবাদর্শের এ সব জনতাকে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী বাধা দিচ্ছে না, অনেক ক্ষেত্রে পরোক্ষভাবে সহায়তা করছে বা করতে বাধ্য হচ্ছে।’ ‘এই সুযোগে বিশৃঙ্খলা সৃষ্টিকারী বাহিনী যে কাউকে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের দোসর ট্যাগ দিয়ে তার সহায়-সম্পদ লুটপাট করতে পারছে।


বিনা বাধায় মানুষকে অত্যাচার, নির্যাতন ও হেনস্তা করার যেন লাইসেন্স পেয়ে গেছে, উচ্ছৃংখল জনতা— অবস্থাদৃষ্টে মনে হচ্ছে দেশে মবক্রেসি বা মবতন্ত্র  চলছে।’ এসময় উপস্থিত ছিলেন পার্টির  মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য  মীর আব্দুস সবুর আসুদ, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, জসীম উদ্দিন ভূঁইয়া, ভাইস-চেয়ারম্যান সুলতান আহমেদ সেলিম, শাহজাহান মিয়া, যুগ্ম মহাসচিব সামসুল হক, এবিএম লিয়াকত হোসেন চাকলাদার, চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী, সম্পাদক মণ্ডলীর সদস্য কাজী আবুল খায়ের, মাহমুদ আলম, এম এ রাজ্জাক খান প্রমুখ।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
রবিবার, ০৯ মার্চ ২০২৫, ১১.৪৬ অপরাহ্ন
আপডেট : রবিবার, ০৯ মার্চ ২০২৫, ১১.৪৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ