ঢাকা
খ্রিস্টাব্দ

আবারও রিমান্ডে সাবেক বিচারপতি মানিক

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫, ১২.১০ পূর্বাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫, ১২.১০ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 986315 জন

  • নিউজটি দেখেছেনঃ 986315 জন
আবারও রিমান্ডে সাবেক বিচারপতি মানিক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর গুলশান থানধীন শিক্ষার্থী হত্যা মামলায় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তার ৭ দিনের রিমান্ডের আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে আবেদন করে।


রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে শুনানি করে। শুনানি শেষে বিচারক ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।


গত বছরের ২৪ আগস্ট সীমান্ত এলাকা দিয়ে ভারতে পালানোর সময় বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেপ্তার করা হয়। পরে বিভিন্ন হত্যা মামলায় বিভিন্ন মেয়াদে রিমান্ড ভোগ করেন তিনি। মামলার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই গুলশান থানাধীন প্রগতি সরণি এলাকায় আন্দোলনে অংশ নেন আবু যর শেখ। এদিন আসামিদের ছোঁড়া গুলিতে আহত হন শিক্ষার্থী মো. আবু যর শেখ।


পরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৭ জুলাই মৃত্যুবরণ করেন। এঘটনায় আবু যরের মা মোসা. ছবি গত ১৬ নভেম্বর রাজধানীর গুলশান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫, ১২.১০ পূর্বাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫, ১২.১০ পূর্বাহ্ন