ঢাকা
খ্রিস্টাব্দ

ফুলবাড়ীতে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ গ্রেফতার ৫

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | ফুলবাড়ী , দৈনিক লাল সবুজ বাংলাদেশ
কুড়িগ্রাম
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০.৫৯ অপরাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০.৫৯ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 987333 জন

  • নিউজটি দেখেছেনঃ 987333 জন
ফুলবাড়ীতে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ গ্রেফতার ৫
ছবি : সংবাদদাতা প্রেরিত।

কু‌ড়িগ্রা‌মের ফুলবাড়ী‌তে এক গৃহবধূ (২০) সংঘবদ্ধ ‘ধর্ষ‌ণের’ শিকার হ‌য়ে‌ছেন। মঙ্গলবার (২৫ ফেব্রুয়া‌রি) দিবাগত রা‌তে উপ‌জেলার বড়‌ভিটা ইউ‌নিয়‌নে এ ঘটনা ঘ‌টে। ঘটনায় জ‌ড়িত থাকার অ‌ভি‌যো‌গে বৃহস্প‌তিবার ভোর রা‌তে ৫ যুবক‌কে গ্রেফতার ক‌রে‌ছে পু‌লিশ।


গৃহবধূর অ‌ভি‌যোগ ও পু‌লিশ সূ‌ত্রে জানা গে‌ছে, ভুক্ত‌ভোগী গৃহবধূর সা‌থে মইনুল হক (২২) না‌মে এক যুব‌কের প্রেমের সম্পর্ক চল‌ছিল। গত মঙ্গলবার রা‌তে স্থানীয় এক‌টি ইউক‌্যা‌লিপ্টাস বাগা‌নে মইনু‌লের সা‌থে দেখা কর‌তে যান ওই গৃহবধূ। কিন্তু মইনুল তার আ‌রেক সহ‌যোগী ইয়াকু‌বের (২৫) সা‌থে যোসাজস ক‌রে আরও ৫ যুবককে সা‌থে নি‌য়ে ধর্ষ‌ণের প‌রিকল্পনা ক‌রে। মঙ্গলবার রা‌তে গৃহবধূ মইনু‌লের সা‌থে দেখা করতে গে‌লে ৭ যুবক মি‌লে গৃহবধূ‌কে ‘ধর্ষণ’ ক‌রে।


এ ঘটনায় ভুক্ত‌ভোগী গৃহবধূ বুধবার ফুলবাড়ী থানায় লি‌খিত অ‌ভি‌যোগ দেন। প‌রে পু‌লিশ অ‌ভিযান চা‌লি‌য়ে বৃহস্প‌তিবার ভোর রা‌তে মইনুল ও ইয়াকুব সহ ৫ যুবক‌কে ‌গ্রেফতার করে। ‌গ্রেফতার অপর তিন আসা‌মি হ‌লেন, হাসানুর রহমান (২০), সো‌হেল রানা (২১) ও লাল মিয়া (৪০)। অ‌ভিযুক্ত অপর দুই আসা‌মি হ‌লেন আ‌তিয়ার রহমান (৩৫) ও আল আ‌মিন (২০)। আসা‌মিরা সবাই ফুলবাড়ী উপ‌জেলার বা‌সিন্দা।


ভুক্ত‌ভোগী গৃহবধূর পৈ‌ত্রিক নিবা‌স এলাকার ইউ‌পি সদস‌্য আ‌জিমু‌দ্দিন ব‌লেন, ‘ গৃহবধূর স্বামীর সা‌থে দাম্পত‌্য কলোহ চল‌ছে। পা‌রিবা‌রিকভা‌বে তা‌দের বি‌চ্ছেদের আ‌লোচনা আ‌ছে। ত‌বে তার বিরু‌দ্ধে অন‌্য কোনও খারাপ অ‌ভি‌যোগ নেই।’


ও‌সি মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান বলেন, ‘ অ‌ভিযুক্ত আসা‌মি‌দের ম‌ধ্যে পাঁচ জন‌কে গ্রেফতার করা হ‌য়ে‌ছে। ভি‌কটি‌মের স্বাস্থ‌্য পরীক্ষার ব‌্যবস্থা সহ গ্রেফতার আসা‌মি‌দের আদাল‌তে পাঠা‌নোর ব‌্যবস্থা নেওয়া হ‌য়ে‌ছে।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | ফুলবাড়ী , দৈনিক লাল সবুজ বাংলাদেশ
কুড়িগ্রাম
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০.৫৯ অপরাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০.৫৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ