ঢাকা
খ্রিস্টাব্দ

শিবচরে ইসলামী যুব আন্দোলনের থানা সম্মেলন অনুষ্ঠিত

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | শিবচর, দৈনিক লাল সবুজ বাংলাদেশ
মাদারীপুর
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২.০৯ পূর্বাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২.০৯ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 989744 জন

  • নিউজটি দেখেছেনঃ 989744 জন
শিবচরে ইসলামী যুব আন্দোলনের থানা সম্মেলন অনুষ্ঠিত
ছবি : সংবাদদাতা প্রেরিত।

“ঐক্যবদ্ধ ও পরিশুদ্ধ সমাজ গড়ি, বৈষম্যহীন ইনসাফভিত্তিক রাষ্ট্র বিনির্মান করি” এই এই স্লোগানকে সামনে রেখে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলার শিবচর উপজেলা শাখার আয়োজনে থানা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 


বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় শিবচর শিল্পকলা একাডেমী মুক্তমঞ্চে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।


ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলা শাখার সভাপতি মুহাম্মাদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মারুফ শেখ। 


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) মাওলানা এসএম আজিজুল হক, মাদারীপুর জেলার সভাপতি তালুকদার মুহাম্মাদ দেলোয়ার হুসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলা শাখার সভাপতি হাফেজ জাফর আহমাদ, বাংলাদেশ মুজাহিদ কমিটির শিবচর উপজেলা শাখার সদর মাওলানা আব্দুস সালাম।


বক্তারা বলেন, স্বাধীনতার পর থেকে দেশ অনেক নেতা পরিবর্তন দেখেছে, তবে নীতি ও আদর্শে কোনো মৌলিক পরিবর্তন হয়নি।দেশে প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ইনসাফ কায়েম করতে হলে নিজেকে পরিবর্তনের মাধ্যমে সমাজ পরিবর্তনে এগিয়ে আসতে হবে।


এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলা শাখার সভাপতি হাফেজ জাফর আহমাদ বলেন, ৫ আগস্ট পর ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলা শাখার বিভিন্ন নেতাকর্মীদের মিথ্যা ও হয়রানি মূলক মামলা দেওয়া হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে এই মিথ্যা মামলা তুলে নেওয়ার আল্টিমেটাম দিচ্ছি। নির্ধারিত সময়ের মধ্যে আমাদের দাবি যদি না মানা হয়, আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো।


সম্মেলনের শেষ পর্যায়ে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মারুফ শেখ শিবচর উপজেলা ২০২৩-২৪ সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন এবং ২০২৫-২৬ সেশনের নতুন কমিটি গঠন করেন। নতুন কমিটির দায়িত্বশীলরা হলেন: সভাপতি মুহাম্মাদ মাহফুজুর রহমান, সহ সভাপতি মাওলানা আল আমিন সিরাজী ও সাধারণ সম্পাদক মাওলানা আবু বকর। 


সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের ইসলামী যুব আন্দোলনের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | শিবচর, দৈনিক লাল সবুজ বাংলাদেশ
মাদারীপুর
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২.০৯ পূর্বাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২.০৯ পূর্বাহ্ন