ঢাকা
খ্রিস্টাব্দ

কুমিল্লায় দুর্বৃত্তদের হাতে ২৩ মামলার আসামি মামুন সম্রাট নিহত

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

ইমরান হোসেন ফাহিম | সংবাদদাতা
দাউদকান্দি উপজেলা
শনিবার, ২৬ জুলাই ২০২৫, ২.১২ অপরাহ্ন

আপডেট : শনিবার, ২৬ জুলাই ২০২৫, ২.১২ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 371103 জন

  • নিউজটি দেখেছেনঃ 371103 জন
কুমিল্লায় দুর্বৃত্তদের হাতে ২৩ মামলার আসামি মামুন সম্রাট নিহত
- ছবি, মোঃ আল-মামুন ওরফে মামুন সম্রাট (৪২)।


কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ডে গতকাল শুক্রবার রাত আনুমানিক ১১টার দিকে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে মোঃ আল-মামুন ওরফে মামুন সম্রাট (৪২) নিহত হয়েছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে এ ঘটনা ঘটে।


দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুনায়েত চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মামুন সম্রাটের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। দুর্বৃত্তরা কুপিয়ে তার মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।


ওসি আরও জানান, মামুন সম্রাটসহ তিনজন নারী ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার জন্য একটি বাসে উঠেছিলেন। গৌরীপুর বাসস্ট্যান্ডে বাসটি থামলে মামুন পানি কেনার জন্য নিচে নামেন। তখনই ৩/৪ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কে বা কারা এবং কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তদন্তের পর বিস্তারিত জানানো যাবে বলে পুলিশ জানিয়েছে।


নিহত  মামুন সম্রাট কুমিল্লার তিতাস উপজেলার শোলাকান্দি গ্রামের মোশাররফ হোসেন ওরফে মুকবুল মেম্বারের ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে দাউদকান্দি ও তিতাসসহ বিভিন্ন থানায় হত্যা, মাদক, চাঁদাবাজিসহ মোট ২৩টি মামলা রয়েছে। গত ২৪ শে ফেব্রুয়ারী যৌথ বাহিনীর অভিযানে বিপুল মাদক ও অস্ত্রসহ মামুনকে আটক করা হলেও কিছুদিন পরেই তিনি জামিনে মুক্তি পেয়ে যান।


এদিকে স্থানীয়দের ধারণা, মামুন গৌরীপুর এলাকায় মাদক ব্যবসা ও চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতেন। চাদাবাজ ও সন্ত্রাসীদের আরেকটি পক্ষের যোগসাজশে ও এই হত্যাকাণ্ড হতে পারে বলে ধারনা করছে স্থানীয়রা।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

ইমরান হোসেন ফাহিম | সংবাদদাতা
দাউদকান্দি উপজেলা
শনিবার, ২৬ জুলাই ২০২৫, ২.১২ অপরাহ্ন
আপডেট : শনিবার, ২৬ জুলাই ২০২৫, ২.১২ অপরাহ্ন