ঢাকা
খ্রিস্টাব্দ

মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে হাইওয়ে পুলিশকে সহযোগিতার আহ্বান

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মাসুম পারভেজ | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
রংপুর
সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১১.২৪ অপরাহ্ন

আপডেট : সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১১.২৪ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 357841 জন

  • নিউজটি দেখেছেনঃ 357841 জন
মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে হাইওয়ে পুলিশকে সহযোগিতার আহ্বান
ছবি : সংবাদদাতা প্রেরিত।

হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের বড় দরগা হাইওয়ে থানায় এলাকার দুর্ঘটনা প্রবন বিশ মাইল বাজারে অদ্য সন্ধ্যার পর কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত । সভায় স্থানীয় জনসাধারণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, অফিসার ইনচার্জ সহ শতাধিক ব্যক্তি অংশগ্রহণ করেন। দিনের বেলা সবাই কাজে ব্যস্ত থাকে বিধায় সন্ধ্যার পরে সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন দুর্ঘটনা প্রতিরোধে আইনের প্রয়োগ এবং জনসচেতনতা উভয়ই সমানভাবে গুরুত্বপূর্ণ। 


তিনি বলেন অপরাধ প্রতিরোধে পুলিশের পাশাপাশি জনগণের সাহায্য প্রয়োজন। পুলিশ যদি কোথাও কোন অনৈতিক কাজ করে বা ভুল করলে সে বিষয়ক তাদের কোন পরামর্শ থাকলে পুলিশ সুপার মহোদয়কে তথ্য প্রেরণ করার জন্য অনুরোধ করেন। তিনি জনগণের সামনে বড়দরগা হাইওয়ে থানা পুলিশকে সততা এবং নিষ্ঠার সাথে কাজ করা নির্দেশনা প্রদান করেন। 


স্থানীয় জনসাধারণকে দুর্ঘটনা প্রতিরোধে কৃষি যন্ত্রপাতির গাড়ি যেমন ট্রাক্টর, থ্রি হুইলার এবং ছোট যানবাহন সমূহ সার্ভিস লেনে ব্যবহার করার জন্য পরামর্শ প্রদান করেন। রাস্তা পারাপারে সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ করেন। মোটরসাইকেল চালানোর সময় হেলমেট পরিধান করার জন্য বিশেষভাবে পরামর্শ প্রদান করেন। 


সেই সাথে মহাসড়কে যানজট নিরসন এবং অপরাধ প্রতিরোধে পুলিশকে সহযোগিতা করার জন্য স্থানীয় জনসাধারণকে ধন্যবাদ জ্ঞাপন করেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মাসুম পারভেজ | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
রংপুর
সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১১.২৪ অপরাহ্ন
আপডেট : সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১১.২৪ অপরাহ্ন