ঢাকা
খ্রিস্টাব্দ

মানবাধিকার সংগঠনগুলো গণতন্ত্র রক্ষায় ভূমিকা রাখতে হবে : চসিক মেয়র

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

| চট্টগ্রাম ব্যুরো লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ১০.১৮ অপরাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ১০.১৮ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1285747 জন

  • নিউজটি দেখেছেনঃ 1285747 জন
মানবাধিকার সংগঠনগুলো গণতন্ত্র রক্ষায় ভূমিকা রাখতে হবে : চসিক মেয়র
ছবি : সংবাদদাতা প্রেরিত।

মানবাধিকার সংগঠনগুলো দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখলে গণতন্ত্র বিপন্ন হবে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এর মেয়র ডা. শাহাদাত হোসেন। বৃহস্পতিবার নিজ দপ্তরে মানবাধিকার নেতৃবন্দের সাথে সাক্ষাতকালে তিনি এ মন্তব্য করেন। ডা. শাহাদাত হোসেন বলেন, বাংলাদেশে অতীতে যেভাবেই মানবাধিকার, বাক-স্বাধীনতা, গণতন্ত্র, গণমাধ্যমের স্বাধীনতা লুণ্ঠিত হয়েছে। আগামীতে মানবাধিকার সংগঠনগুলোকে সজাগ ও সতর্ক থেকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে গণতন্ত্র রক্ষায় ভূমিকা রাখতে হবে। 


৭৬তম বিশ্ব মানবাধিকার দিবস উদ্যাপন উপলক্ষে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন-বাংলাদেশ, এর সপ্তাহ ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে চসিক মেয়রের সাথে সৌজন্য সাক্ষাত করেন। এ সময় মানবাধিকার নেতৃবন্দ সংঠনের পক্ষ থেকে ডা. শাহাদাত হোসেনকে সম্মাননা প্রদান করেন। মানবাধিকার নেতৃবৃন্দ মেয়রকে আগামীতে চট্টগ্রামের মানুষের মানবাধিকার রক্ষা এবং নগরবাসীর দুর্ভোগ লাগবে সহায়ক কর্মসূচি গ্রহণ করে বাস্তবায়নের আহ্বান জানান। 


উপস্থিত ছিলেন সংগঠনের বিভাগীয় সমন্বয়কারী প্রবীন মানবাধিকার নেতা মো. আমির হোসেন খান, চট্টগ্রাম বিভাগীয় সদস্য সচিব এস.এস. কামরুল ইসলাম, সংগঠনের সমন্বয়কারী সৈয়দ মোস্তফা আলম মাসুম, ইঞ্জিনিয়ার আবু তৈয়ব, চট্টগ্রাম মহানগরের নুরুল আবসার তৌহিদ, মো.আওরঙ্গজেব খান সম্রাট, চট্টগ্রাম দক্ষিণ জেলার অধ্যাপক খন্দকার আবু হানিফ, সংগঠনের নেতা ড. সাজ্জাদ হোসেন, চট্টগ্রাম উত্তর জেলার এস.এম. শাহেদুল আলম সাহেদ।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

| চট্টগ্রাম ব্যুরো লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ১০.১৮ অপরাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ১০.১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ