ঢাকা
খ্রিস্টাব্দ

পদত্যাগ করলেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২.১৫ পূর্বাহ্ন

আপডেট : বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২.১৫ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1006825 জন

  • নিউজটি দেখেছেনঃ 1006825 জন
পদত্যাগ করলেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন মো. নাহিদ ইসলাম

অর্ন্তবর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম। তিনি অর্ন্তবর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) তিনি প্রধান উপদেষ্টার কার্যালয় পদত্যাগের পর সাংবাদিকদের নিজেই এ তথ্য জানিয়েছেন।


রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম। এসময় তিনি বলেন, ‘আমি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছি। একই সঙ্গে অন্যান্য যেসব কমিটির সঙ্গে যুক্ত ছিলাম সেখান থেকেও আজকে পদত্যাগ করেছি।’


উপদেষ্টা পরিষদের তার স্থলে কে দায়িত্ব নেবেন, এ প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ‘পরবর্তী সময়ে দায়িত্ব কে নেবেন, সেটা ক্যাবিনেট সিদ্ধান্ত নেবে।’ গত জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার আন্দোলনে নেতৃত্বদানকারী প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন রাজনৈতিক দল গঠন হচ্ছে। নাহিদ ইসলাম এই দলের নেতৃত্ব দেবেন বলে গুঞ্জন রয়েছে। আর সে কারণে তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করবেন বলেও কিছু দিন ধরেই আলোচনা চলছিল। আগামী শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে বলেও ঘোষণা দেওয়া হয়েছে। নতুন যে রাজনৈতিক দল গঠন হচ্ছে, সেখানে যুক্ত হওয়ার অভিপ্রায় আছে বলেও জানান বৈষম্যবিরোধী আন্দোলনে অন্যতম এই নেতা।




নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২.১৫ পূর্বাহ্ন
আপডেট : বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২.১৫ পূর্বাহ্ন