ঢাকা
খ্রিস্টাব্দ

ফুলবাড়ীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | ফুলবাড়ী , দৈনিক লাল সবুজ বাংলাদেশ
কুড়িগ্রাম
মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০.৩১ অপরাহ্ন

আপডেট : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০.৩১ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1003894 জন

  • নিউজটি দেখেছেনঃ 1003894 জন
ফুলবাড়ীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ছবি : সংবাদদাতা প্রেরিত।

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মজিদুল ইসলাম (২৮) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টার দিকে ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের পানিমাছকুটি গ্রামে। নিহত যুবক ওই গ্রামের মৃত জাহাঙ্গীর আলমের ছেলে।


নিহতের মা মন্জু বেওয়া ও প্রতিবেশীরা জানান, নিহত যুবক দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। ঢাকায় গার্মেন্টসে কাজ করা অবস্থায় সিলেটের হবিগঞ্জের মেয়ে ইয়াসমিনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে৷ পরে পারিবারিক ভাবে ৬ থেকে ৭ বছর আগে বিয়ে হয়। মাত্র তিন শতক জমিতে মা স্ত্রী ও সন্তানকে নিয়ে কোন রকমে সংসার চলতো তাদের। অভাব তাদের নিত্য দিনের সঙ্গী। তার ঘরে চার বছরের ছেলে সন্তানও রয়েছে। বাড়ীতে প্রায় সময় মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়তেন তিনি।প্রায় সময় কোন কারণ ছাড়াই বাড়ীর জিনিসপত্র ভাংচুর ও পরিবারের উপর অত্যাচার করতেন। তার মা ছেলের সুস্থতার জন্য নানা চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। স্বামীর এই আচরনে ক্ষুব্ধ হয়ে গত ৭ মাস আগে সন্তানকে নিয়ে বাবার বাড়ী চলে যান স্ত্রী।

 

মন্জু বেওয়া আরও জানান, মানসিক ভারসাম্যহীন ছেলেটাকে দুপুরে বাড়ীতে রেখে ছাগলের ঘাস সংগ্রহ করতে যাই। এরপর বিকালে বাড়ীতে ফিরে ঘরে ঢুকতে ছেলের মরদেহ আঁড়ার সাথে ঝুলতে দেখে চিৎকার দেই। পরে প্রতিবেশিরা ছুটে আসেন। প্রতিবেশিরা  ফুলবাড়ী থানার পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।


ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান, এ ব্যাপারে নিহতের পরিবার থানায় একটি ইউডি মামলা করেছেন।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | ফুলবাড়ী , দৈনিক লাল সবুজ বাংলাদেশ
কুড়িগ্রাম
মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০.৩১ অপরাহ্ন
আপডেট : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০.৩১ অপরাহ্ন