ঢাকা
খ্রিস্টাব্দ

তিতাসে ইউনিয়ন কারিগরি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠান সম্পন্ন

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

সাকিব হোসেইন | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
তিতাস, কুমিল্লা
সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১১.১৯ অপরাহ্ন

আপডেট : সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১১.১৯ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 357760 জন

  • নিউজটি দেখেছেনঃ 357760 জন
তিতাসে ইউনিয়ন কারিগরি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠান সম্পন্ন
ছবি : সংবাদদাতা প্রেরিত।

কুমিল্লার তিতাসে ইউনিয়ন কারিগরি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।


রবিবার সকালে অত্র বিদ্যালয়ের হলরুমে এই অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। 


এতে অত্র বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও  আয়কর আইনজীবী মোহাম্মদ আলমগীর কবিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান ভূঁইয়া।


অনুষ্ঠিত সমাবেশে এসএসসি পরীক্ষার ফলাফল বিশ্লেষণ, শিক্ষার্থীদের সামগ্রিক উন্নয়ন এবং ভবিষ্যৎ করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠানে বিদ্যালয়ের একাডেমিক সাফল্য, শৃঙ্খলা এবং পাঠদানের মানোন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়।


এসময় সিনিয়র শিক্ষক রেজাউল করিমের উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইকবাল হোসেন, সাবেক অভিভাবক সদস্য হাজী মোঃ মোহসীন খান, বিশিষ্ট সমাজসেবক সেলিম সিকদার,ফুলকুড়ি প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক আব্দুল আজিজ, কামরুজ্জামান টুটুল, মোঃ সজিবুর রহমান, সিনিয়র শিক্ষক গৌরাঙ্গ চন্দ্র দাস, মোঃ বিল্লাল হোসেন, শহিদুল ইসলাম, ছাদেকুর রহমান, মোঃ আলাউদ্দিন, মোমেনা বেগম, শামীমা আক্তার, তানজিনা আক্তার রুমি, সাইফুল্লাহ প্রমুখ। এছাড়াও অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

সাকিব হোসেইন | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
তিতাস, কুমিল্লা
সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১১.১৯ অপরাহ্ন
আপডেট : সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১১.১৯ অপরাহ্ন