ঢাকা
খ্রিস্টাব্দ

'টিআর' প্রকল্প গ্রামাঞ্চলের জন্য হলেও,খরচ হয়েছে শহরের সৌন্দর্য বর্ধনে

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

এম এ সালাম রুবেল | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঠাকুরগাঁও
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ৯.১৬ অপরাহ্ন

আপডেট : রবিবার, ০৬ জুলাই ২০২৫, ৯.১৬ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 474723 জন

  • নিউজটি দেখেছেনঃ 474723 জন
'টিআর' প্রকল্প গ্রামাঞ্চলের জন্য হলেও,খরচ হয়েছে শহরের সৌন্দর্য বর্ধনে
ছবি : সংবাদদাতা প্রেরিত।

ঠাকুরগাঁওয়ে সরকারের বরাদ্দকৃত প্রকল্পের অর্থ খরচে অনিয়মের অভিযোগ উঠেছে। যদিও গ্রামীন অবকাঠামোসহ গ্রামাঞ্চলের মানুষের দূর্ভোগ কমাতে এসব প্রকল্প বাস্তবায়ন হয়ার কথা। বেশিরভাগ ক্ষেত্রেই শহরের বিলাসিতায় সৌন্দর্য বর্ধনে খরচ করা হচ্ছে। এতে সেবা বঞ্চিত হচ্ছেন গ্রামাঞ্চলের মানুষেরা। আর জেলা প্রশাসকের দাবি কমিটির সিন্ধান্ত অনুযায়ী প্রকল্পের অর্থ ব্যয় করা হচ্ছে।      


সরকারের প্রতিটি প্রকল্প যথাযথ বাস্তবায়নে কার্যত প্রদক্ষেপ গ্রহন করেন জেলা প্রশাসন। তবে ঠাকুরগাঁওয়ের চিত্র ভিন্ন। খোঁজ নিয়ে দেখা গেছে, জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য বরাদ্দ হওয়া ‘টিআর’ প্রকল্প বাস্তবায়নে অর্থের বড় অংশই খরচ হচ্ছে জেলা শহর ও সরকারি দপ্তরের সৌন্দর্য বর্ধনে। অথচ গ্রামে এখনো কাঁচা রাস্তা, জরাজীর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান আর বেহাল অবকাঠামো পড়ে আছে সংস্কারের অভাবে।


২০২৪-২৫ অর্থবছরে ঠাকুরগাঁও সদর উপজেলায় টিআর প্রকল্পে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের অনুকূলে গৃহীত প্রকল্পের তালিকায় দেখা গেছে, জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ফোয়ারা, বাগান ও ওয়াকওয়ে নির্মাণে খরচ হয়েছে কয়েক লাখ টাকা। তাছাড়া শিল্পকলা একাডেমি, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, সরকারি বালক  উচ্চ বিদ্যালয় মাঠে আলেঅকসজ্জা, বিয়াম ল্যাবরেটরি স্কুল, ক্যালেক্টরেট পাবলিক  স্কুল এন্ড  কলেজ সহ  শহরের একাধিক দপ্তর ও প্রতিষ্ঠানে বরাদ্দ দেয়া হয়েছে। যদিও সদর উপজেলার বরাদ্দের টাকা খরচ হওয়ার কথা গ্রামীন অবকাঠামো উন্নয়নে। ফলে প্রকৃত প্রকল্পের অর্থ যথাযথ বাস্তবায়ন না হওয়ায় সেবা বঞ্চিত হচ্ছে গ্রামাঞ্চলের মানুষেরা।


জেলা সদরের মোহাম্মদপুর ইউনিয়নের বাসিন্দা সোহেল রানা, আব্দুল জব্বার, কফিল উদ্দিনসহ অনেকে জানান, বছরের পর বছর ঘুরে সংস্কার হয়না গ্রামীণ সড়ক, বৃষ্টি হলেই কাঁচা রাস্তা দিয়ে চলাচলে কঠিন অবস্থা তৈরি হয়। ছেলে মেয়েরা কাদা মাটি পেড়িয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যায়। অথচ শহরে ফুলবাগানে টাকা খরচ হয়! গ্রামের মানুষের জন্য সরকারের বরাদ্দকৃত প্রকল্পের অর্থ কোথায় যায়?


এ বিষয়ে জেলা নাগরিক উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক শরিফুল করিম রুবেল ও সাংস্কৃতিক কর্মী মাসুদ আহমেদ সুবর্ণ জানান, সদর উপজেলায় সরকারের বরাদ্দকৃত টিআর প্রকল্পের টাকা গ্রামেই খরচ হওয়া উচিত, শহরে সৌন্দর্য বর্ধনে নয়। এটা গ্রামের মানুষের সাথে প্রতারণা করা হচ্ছে বলে মন্তব্য করেন তারা।

আর জেলা আইনজীবী সমিতির অ্যাডভোকেট মহসিন ভূঁইয়া জানান, আমাদের গ্রামীন উন্নয়নের জন্য যে বরাদ্দ আসে তা গ্রামের জন্যই ব্যবহার হওয়া উচিত। আমাদের দেশের বেশিরভাগ গ্রামই এখনো অবহেলিত হয়ে আছে। যথাযথ প্রকল্প বাস্তবায়ন হলে গ্রাম রুপ নিবে শহরের মতই।  


সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম জানান, এখানে অনিয়মের কোন সুযোগ নেই। উন্নয়নের ক্ষেত্রেই সরকারের প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। এখানে জেলা প্রশাসক, পৌরসভা, ইউনিয়নের জন্য আলাদা আলাদা প্রকল্প রয়েছে। আর সে হিসেবেই কাজ হচ্ছে। 


আর প্রকল্প বাস্তবায়নের বিষয়ে জেলা প্রশাসক ইশরাত ফারজানা জানান, এই বরাদ্দের ম্যাক্সিমামটা আমরা নীতিমালা অনুযায়ী গ্রামীন অবকাঠামো উন্নয়নের জন্যই কাজ করছি। আমার কিছু প্রকল্প ছিল যেখানে স্থানীয় জনসাধারণের আগ্রহ ও দাবির প্রেক্ষিতে সৌন্দর্য বর্ধনের কিছুটা যেমন ছেলে মেয়েদের খেলা মাঠে উন্নয়নমূলক কিছু কাজসহ জেলা প্রশাসক কার্যালয়ের অবকাঠামো উন্নয়নে খরচ হচ্ছে বলে জানান তিনি।   


তবে স্থানীয়রা বলছেন, টিআর প্রকল্প শহুরে খাতে ব্যয় করার ফলে প্রকল্পের মূল উদ্দেশ্য ব্যাহত হচ্ছে এবং গ্রামের প্রকৃত চাহিদা পূরণ হচ্ছে না। এসব প্রকল্পও যথাযথ বাস্তবায়ন হচ্ছে কি না তা উর্ধতনদের খতিয়ে দেখার দাবি তুলেন।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

এম এ সালাম রুবেল | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঠাকুরগাঁও
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ৯.১৬ অপরাহ্ন
আপডেট : রবিবার, ০৬ জুলাই ২০২৫, ৯.১৬ অপরাহ্ন