ঢাকা
খ্রিস্টাব্দ

স্কাউটস ও গার্ল গাইডস এর প্রতিষ্ঠাতা লর্ড ও লেডি ব্যাডেন পাওয়েলের জন্মদিন উদযাপন

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

তাজ মাহমুদ | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
লংগদু (রাঙ্গামটি)
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১১.১০ অপরাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১১.১০ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 493205 জন

  • নিউজটি দেখেছেনঃ 493205 জন
স্কাউটস ও গার্ল গাইডস এর প্রতিষ্ঠাতা লর্ড ও লেডি ব্যাডেন পাওয়েলের জন্মদিন উদযাপন
ছবি : সংবাদদাতা প্রেরিত।

রাঙ্গামাটির লংগদুতে স্কাউটস এর জনক লর্ড ও গার্ল গাইডস এর প্রতিষ্ঠাতা লেডি ব্যাডেন পাওয়েলের জন্মদিন ও বিশ্ব চিন্তা দিবস পালিত। 

০৩ জুলাই, ২০২৫ রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলা স্কাউটস ও গার্ল গাইডস এ্যাসোসিয়েশনের আয়োজনে এ উপলক্ষে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান আয়োজন করা  হয়। এ উপলক্ষে উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


আলোচনা ও কেক কাটা অনুষ্ঠানটি স্থানীয় কমিশনার রফিকুন্নেছা এর সবাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু  উপজেলা নির্বাহী অফিসার কফিল উদ্দীন মাহমুদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) শাহনেওয়াজ ইসলাম, গাথাছড়া বায়তুশশরফ মাদ্রাসা কমপ্লেক্সের সুপার মাওলানা ফোরকান আহমেদ।


বাংলাদেশ গার্ল গাইডস লংগদু উপজেলা শাখার সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় কমিশনার রফিকুন্নেছা, প্রধান শিক্ষক- মাইনীমুখ মডেল হাই স্কুল,  সেক্রেটারি- গোপা রাণী, সহকারী শিক্ষক, করল্যাছড়ি রশিদ সরকার উচ্চ বিদ্যালয়,  কোষাধ্যক্ষ- মোছাঃ শাহীনা বেগম, সহকারি শিক্ষক, রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়।


এছাড়াও মতবিনিময় সভায় লংগদু উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক- মাইনীমুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুর্শিদা বেগম, প্রধান শিক্ষক- গাথাছড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বহ্নি শিখা, প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষক সুচিত্রা- তিনটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, রুনি চাকমা, ঝর্ণাটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মঞ্জু চাকমা- রাঙ্গাপানি ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিউলি আক্তার ও পারভীন আক্তার এমি- মাইনীমুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিনতি প্রভা সাহা, সহকারি শিক্ষক- মাইনীমুখ মডেল হাই স্কুল, নাছিমা আক্তার, সহকারি শিক্ষক- ভাসান্যাদম ইসলামীয়া উচ্চ বিদ্যালয়, নুর আক্তার, সহকারি শিক্ষক- লংগদু সরকারী উচ্চ বিদ্যালয় প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গার্ল গাইডস ও গাইডারগণ।


উল্লেখ্য যে, লর্ড ও লেডি ব্যাডেন-পাওয়েলের জন্মদিন বিশ্বজুড়ে স্কাউট এবং গার্ল গাইডসদের দ্বারা পালিত হয়। লর্ড ব্যাডেন-পাওয়েল, যিনি স্কাউটিং আন্দোলনের প্রতিষ্ঠাতা, এবং তার স্ত্রী ওলেভ ব্যাডেন-পাওয়েল, দুজনেই ২২শে ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। এই দিনটি বিশ্ব স্কাউট দিবস এবং বিশ্ব চিন্তা দিবস হিসেবে পালিত হয়, যেখানে বিভিন্ন ধরনের কার্যক্রম ও অনুষ্ঠানের আয়োজন করা হয়।  লর্ড ব্যাডেন-পাওয়েল ১৮৫৭ সালের ২২শে ফেব্রুয়ারি লন্ডনে জন্মগ্রহণ করেন এবং ওলেভ ব্যাডেন-পাওয়েল ১৮৮৯ সালের ২২শে ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তাদের জন্মদিন স্কাউট এবং গার্ল গাইডসদের জন্য বিশেষ তাৎপর্য বহন করে, কারণ তারা এই আন্দোলনের প্রতিষ্ঠাতা এবং তাদের জন্মদিনকে স্মরণ করে বিভিন্ন ধরনের উদযাপন করা হয়। 


আলোচনা সভা শেষে স্কাউটস ও গার্ল গাইডসের জনকের জন্মবার্ষিকীর কেক কাটা হয়।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

তাজ মাহমুদ | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
লংগদু (রাঙ্গামটি)
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১১.১০ অপরাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১১.১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ