নিজস্ব প্রতিবেদক ::
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এ ‘প্রতীক’ বরাদ্দ পেয়ে মাঠে নেমেছে ৫ চেয়ারম্যান প্রার্থী এবং ৭ ভাইস চেয়ারম্যান প্রার্থী। মঙ্গলবার (২৩ এপ্রিল) চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তার কার্যালয় থেকে ‘প্রতীক’ বরাদ্দ পান প্রার্থীরা।
চেয়ারম্যান পদে নির্বাচনে ‘প্রতীক’ বরাদ্দ পেয়ে প্রতিদ্বন্ধিতাকারীরা হলেন, শেখ মোহাম্মদ আতাউর রহমান (ঘোড়া), ফেরদৌস হোসেন আরিফ (আনারস), এনায়েত হোসেন নয়ন (কাপ-পিরিচ), উত্তম কুমার শর্মা (দোয়াত-কলম) ও মোহাম্মদ মোস্তফা (মোটরসাইকেল)।
এছাড়া, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মধ্যে সাইফুল ইসলাম (চশমা), শেখ সেলিম (টিয়া পাখি), সালাহ উদ্দিন আহম্মদ (টিউবওয়েল) ও সাইফুল আলম (তালা) প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করবেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ইসমত আরা ফেন্সি (কলস), ও উম্মে কুলসুম কলি (ফুটবল) ও বিবি কুলছুমা চম্পা (পদ্ম ফুল) প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করবেন।